Academy

প্রবির ও সুপ্রিয়া দুই বন্ধু মিলে ‘আগুয়ান ডিপার্টমেন্টাল স্টোর' নামে একটি চেইন শপ চালু করেন । উক্ত শপের কিছু সংখ্যক লেনদেন নিচে দেয়া হলো:
২০১৭
মে 8 : ধারে পণ্য ক্রয় ৫০,০০০ টাকা :
মে ৭ : দোকানের সাজসজ্জার পরিবর্তন ব্যয় ১,০০,০০০ টাকা

মে ১০ : পণ্য পরিবহন ব্যয় ১,৫০০ টাকা
মে ১২ : পণ্য বিক্রয় ১৮,০০ টাকা
মে ১৫ : বাট্টা প্রদান ৭০০ টাকা
মে ১৬ : ধারে পণ্য বিক্রয় ২২,০০০ টাকা
মে ২০ : দোকানের জন্য ফ্রিজ ক্রয় ৪৫,০০০ টাকা
মে ২২ : বিদ্যুৎ বিল পরিশোধ ১,২০০ টাকা
মে ২৫ : কমিশন প্রাপ্তি ৩,০০০ টাকা
মে ৩০ : লভ্যাংশ প্রাপ্তি ২,০০০ টাকা

উক্ত দোকানের মে মাসের মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় কর।

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন

একটি ব্যবসায় প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালব্যাপী চলমান থাকবে, যা সকলেই আশা করে। নির্দিষ্ট সময় পর পর ব্যবসায়ের লাভ-ক্ষতি ও সার্বিক অবস্থা জানাও প্রয়োজন। কিছু লেনদেন এমন, যাদের সুবিধা নির্দিষ্ট সময়েই শেষ হয়ে যায় এবং কিছু লেনদেন এমন, যাদের সুবিধা দীর্ঘ সময়ব্যাপী পাওয়া যায়। এই অবস্থা বিবেচনা করেই লেনদেনসমূহকে মূলধন ও মুনাফা জাতীয় এই দুই ভাগে বিভক্ত করা হয়েছে। লেনদেনসমূহ সঠিকভাবে বিভক্তকরণের উপরই ব্যবসায়ের প্রকৃত লাভ-ক্ষতি ও আর্থিক অবস্থা জানা নির্ভর করে। তাই মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সঠিকভাবে চিহ্নিত করার মাধ্যমে হিসাববিজ্ঞানের উদ্দেশ্য অর্জন ত্বরান্বিত হয়।

এই অধ্যায় শেষে আমরা-

  • মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের ধারণা বর্ণনা করতে পারব।
  • মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের পার্থক্য নিরূপণ করতে পারব।
  • মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের পার্থক্যকরণের প্রয়োজনীয়তা বুঝতে পারব।
  • লাভ-ক্ষতি পরিমাপ এবং আর্থিক বিবরণী প্রস্তুতকালে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনসমূহ যথাযথভাবে প্রয়োগ করতে পারব। 
Content added By

Related Question

View More

ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা সমূহের মোট পরিমাণ ;

ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক ঋণ    ৪০,০০০/-

আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ।    ৪৫,০০০/-

                     ‌                           -------

                 মোট                         ৯৫,০০০/-

Promotion