মধুপুর গ্রামের বাসিন্দা রুহুল আমিনের একমাত্র সন্তান আঃ রহমান ছয় বছর বয়সে পবিত্র কুরআন মুখস্থ করেন। ১৬ বছর বয়সে রাসুলের (স.) অসংখ্য হাদিস হৃদয়ঙ্গম করেন। পরবর্তীতে রাসুলের (স.) অসংখ্য বিশুদ্ধ হাদিসের সমন্বয়ে একটি গ্রন্থ রচনা করেন। একই গ্রামের চাটলা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক শ্রেণিকক্ষে বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা যেমন— দ্রবণ, পরিস্রাবণ, লোহার মরিচা রোধক ইত্যাদি বিষয়ে সফলভাবে সম্পন্ন করেন। বিষয়টি প্রধান শিক্ষকের দৃষ্টিগোচর হলে তিনি বলেন, এজন্যই মধ্যযুগের একজন মুসলিম মনীষীকে এ শাস্ত্রের জনক বলা হয়।