মনির ও নাসির একদিন পড়ন্ত বিকেলে ধানক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। মনির তখন সবুজ ধানক্ষেত আর তার পাশ দিয়ে বয়ে চলা নদী দেখিয়ে নাসিরকে বলে, দেখ প্রকৃতি আমাদের কত কিছু দান করেছে। নাসির তখন বলে, প্রকৃতি বলতে কিছু নেই। জগৎ সংসারের সকল কিছুই মহান এক সত্তার সৃষ্টি। তিনিই সবকিছুর পরিচালক ও একচ্ছত্র মালিক। মনিরের আত্মীয় সাইফুল মনিরকে একদিন বলে, হযরত মুহাম্মদ (স.)-এর পর গোলাম আহমদ নামে আরও একজন নবি এসেছিলেন। তার ওপরও বিশ্বাস করা জরুরি। একথা শুনে মনিরের বাবা বলেন, প্রকৃত ইমানদার হতে হলে ইসলামের মৌলিক বিষয়সমূহের ওপর অবশ্যই ইমান রাখতে হবে।