শফিক সাহেব তার গবেষণাগারে দিনাজপুরের ঐতিহ্য ধারণের লক্ষ্যে কিছু নিয়ে গবেষণা করে, তার ফলাফল সংরক্ষণ করেন। তিনি গবেষণাগারের প্রবেশমুখে এমন একটি যন্ত্র বসিয়েছেন যেটির দিকে নির্দিষ্ট সময় তাকালে অনুমোদিত ব্যাক্তিবর্গ ভিতরে প্রবেশ করতে পারেন।
নুন্যতম ধকল সহিষ্ণু শল্য চিকিৎসা পদ্ধতি হলো ক্রায়োসার্জারী । খুব শীতলীকরণ তরল পদার্থ প্রয়োগের মাধ্যমে শরীরের অসুস্থ বা অস্বাভাবিক টিস্যুকে ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে ক্রায়োসার্জারী বলে । অত্যন্ত কার্যক্র হওয়ায় বর্তমানে ত্বকের বিভিন্ন অসুস্থা যেমন তিল , আচিল মেছতা বিভিন্ন ধরণের টিউমার ও ক্যানস্সার চিকিৎসায় এ পদ্ধতি ব্যবহার করা হয় । এছাড়া পাইলস মুখের ক্যান্সার প্রোস্টেট , যকৃৎ এবং কোন কোন হাড়ে ক্যান্সার রিটনোব্লাস্টোমা , জরায়ুর মুখের ক্যান্সার সাহ বিভিন্ন অঙ্গের চিকিৎসায় ও এ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে ।ক্রায়োপ্রোব পৌছাতে পারে শরীরের এমন সব অঙেগর চিকিৎসা এ পদ্ধতিতে করা সম্ভব ।