ইমরান মণ্ডল তার জমিতে আলু ও ডাল জাতীয় শষ্য চাষ করে থাকেন। এ বছর তিনি ধান চাষের উদ্যোগ নিলেন। তিনি ধান চাষের জন্য জমির প্রস্তুতি সম্পর্কে জানতে কৃষি কর্মকর্তার পরামর্শ চাইলেন। কৃষি কর্মকর্তা তাকে জমি প্রস্তুতির পরামর্শ দেয়ার সাথে সাথে নিম্নের উল্লিখিত বচনটি শোনালেন--
“ষোল চাষে মুলা
তার অর্ধেক তুলা
তার অর্ধেক ধান
বিনা চাষে পান।”