Academy

শামছুল সাহেব একজন বিজ্ঞ বিচারক। তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে বিচারকার্য পরিচালনা করেন। এক সময় একটি মামলা নিয়ে তিনি জটিলতায় পড়েন। একই গ্রামের দুই জন লোক একখণ্ড জমি নিজেদের বলে দাবি করে। উভয়েরই কোনো প্রকার উপযুক্ত দলিল-পত্র নেই। তিনি দেশের কোনো প্রকার আইন দ্বারা এ সমস্যার সমাধান করতে পারছেন না। অবশেষে তিনি বিশেষ এক পন্থা অবলম্বন করে মামলার রায় প্রদান করেন। এতে উভয় পক্ষই সন্তুষ্ট হন। 

“ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থ আইনের অন্যতম উৎস।”- ব্যাখ্যা কর ।

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

পৌরনীতি ও নাগরিকতা

Please, contribute to add content.
Content

Related Question

View More

দার্শনিক জ্যা জ্যাক রুশো রাষ্ট্র সৃষ্টির সামাজিক চুক্তি মতবাদের প্রবর্তক ছিলেন।

রাষ্ট্রের চরম ক্ষমতা হলো সার্বভৌমত্ব। এটি রাষ্ট্রের চরম, পরম ও সর্বচ্চো ক্ষমতা। সার্বভৌম ক্ষমতার মাধ্যমে রাষ্ট্রের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা বিধান করা হয়। অভ্যন্তরীণ ক্ষমতার বলেই রাষ্ট্র দেশের অভ্যন্তরে সকল প্রকার সংঘ ও প্রতিষ্ঠানের ওপর কর্তৃত্ব আরোপ ও নিয়ন্ত্রণ বজায় রাখে। আবার বাহ্যিক ক্ষমতার বলে রাষ্ট্র সকল প্রকার বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে দেশকে মুক্ত রাখে।

Promotion