'ক' একটি দেশ স্বাধীন হওয়ার পর একটি কমিটি গঠন সে দেশের খসড়া সংবিধান প্রণয়ন করা হয়। ঐ খসড়া সংবিধান গণপরিষদে বিল আকারে গৃহীত ও কার্যকর হতে দীর্ঘ দশ মাস সময় লাগে ।
অন্যদিকে 'খ' নামক দেশের সংবিধান গড়ে উঠেছে ক্রমবিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে লোকাচার ও প্রথার মাধ্যমে। এজন্য এ সংবিধানের ক্ষেত্রে কোনো কমিটি গঠন বা গণপরিষদ বিল উত্থাপনের প্রয়োজন হয়নি।