জনাব রায়হান ঢাকার বাদামতলী আড়তের একজন সফল ব্যবসায়ী। সারা বছর আপেল, আঙ্গুর, বেদানা, নাসপাতিসহ বিভিন্ন বিদেশি ফল আমদানি করেন। ভরা মৌসুমে রাজশাহীর বিভিন্ন আম বাগান থেকে আম সংগ্রহ করে সেগুলোকে ছোট- বড় বিভিন্ন ভাগে ভাগ করে ঝুড়িতে ভরে তা ট্রাকে করে বিক্রির জন্য ঢাকায় নিয়ে আসেন। বিভিন্ন রকম ফল সংগ্রহের জন্য তাকে ভিন্ন ভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে হয়। এতে খুচরা ব্যবসায়ীরা তার কাছ থেকে ফল কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে ।