Academy

মি. কায়েশের ‘TQ’ কোম্পানি ভিয়েতনাম থেকে বিভিন্ন ধরনের চাল আমদানি করে বাছাইয়ের পর গ্রেডিং করে। এরপর প্যাকেটজাত করে বিভিন্ন মানের চাল মধ্যপ্রাচ্যের বাজারে রপ্তানি করে। মি. কায়েশ টিভি চ্যানেল ও বিলবোর্ডের মাধ্যমে তার কোম্পানির প্যাকেটজাত চালের তথ্য মধ্যপ্রাচ্যে জনসাধরণের কাছে তুলে ধরেন। এতে তার কোম্পানির প্যাকেটজাত চালের চাহিদা বেড়ে যায়। ‘TQ’ কোম্পানির মুনাফা ধীরে ধীরে বাড়তে থাকে ।

উদ্দীপকে উল্লিখিত কোম্পানির বেশি মুনাফা অর্জনের ক্ষেত্রে বাজারজাতকরণ প্রসারের তাৎপর্য মূল্যায়ন করো।

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

Please, contribute to add content.
Content
Promotion