দৃশ্যপট-১ : প্রাচীনকালের চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল হোয়াংহো নদীর তীরে । বর্ষার সময় নদীটি প্রায় শত শত কি. মি. পর্যন্ত এলাকা জুড়ে প্লাবিত হতো । গ্রামের পর গ্রাম ও জনপদ নদীগর্ভে বিলীন হয়ে যেত। চীনারী তাই একে ডাকত নানা নামে। কখনো ডাকত 'ভ্ৰাম্যমাণ নদী' বলে, কখনো বা 'চীনের দুঃখ' আবার কখনো 'সর্বনাশী' বলে।
দৃশ্যপট-২ : মেসোপটেমিয়া সভ্যতার রাজধানী ছিল ব্যাবিলন। বাণিজ্য নগরী হওয়ায় এর কেন্দ্রস্থলে থাকত চারদিকে ঘেরা বাজার । তার মধ্যে মালপত্র মজুদ করার আড়ত থাকত। বাজারের চারপাশে থাকত কারিগর, মাঝিমাল্লা ও মুটেদের কুঁড়েঘর- এগুলো তৈরি করা হতো মাটি ও খড়-বিচালি দিয়ে। কখনো বা ছোট ছোট হালকা পাথর দিয়ে।