হৃদিতা ওর দাদুর সাথে ওয়ারী-বটেশ্বরে বেড়াতে যায়। সেখানে সে প্রাচীনকালের মুদ্রা, পুঁতির মালা, লকেট, মন্ত্রপুত কবচ ইত্যাদি দেখে। হৃদিতা দাদুকে বলে, “আমরা এসব জিনিস দেখে প্রাচীনকালের জীবিকা, ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারি কি?” দাদু বললেন, “হ্যাঁ, আমরা এসব দেখে প্রাচীনকালের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারি।”