Academy

সংক্ষিপ্ত প্রশ্ন

মাটির পিএইচ মানাঙ্ক কীভাবে সংশোধন করা যায় ? (সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিন)

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

অনুশীলনী

এক কথায় উত্তর 

১. বেলে মাটিতে শতকরা কতভাগ বালিকণা থাকে? 

২. কোন মাটিতে ৩৫ ভাগ কর্দমকণা ও একই পরিমাণ পলিকণী থাকে ? 

৩. মাটিতে পিএইচ মানাঙ্ক কত ভাগের নিচে থাকলে অম্লীয় মাটি বলে ? 

৪. প্রশম মাটিতে পিএইচ মানাঙ্ক কত? 

৫. কী প্রয়োগ করে অম্লীয় মান বাড়ানো যায়, অর্থাৎ পিএইচ মানাঙ্ক বেশি হয় ? 

৬. ২০০৭-০৮ সনে মোট আবাদি জমির কত % জমিতে শাক সবজি চাষ হয় ? 

৭. চাষবিহীন জমি হতে কত % পানি বাষ্পীভূত হয়ে যায় ? 

৮. পুষ্টি সরবরাহে সারের চাহিদার কত % জৈব উৎস হতে আসা উচিত?

৯. সার প্রয়োগের পদ্ধতি বিবেচনা করে কয়ভাগে ভাগ করা যায় ? 

১০. কাদায় গোলকের মাধ্যমে সার প্রয়োগে নাইট্রোজেনযুক্ত সার ও মাটির অনুপাত কত ? 

১১. স্টার্টার দ্রবণ তৈরিতে ১:৫:২ অনুপাতে কী কী নেওয়া হয় ? 

১২. ফুলকপি চাষে মাটিতে সর্বনিম্ন কত % রস হলে অবশ্যই সেচ দিতে হয় ? 

১৩. মালচিং কত প্রকারের হয় ? 

১৪. কোন পোকা সবজির ভাইরাস ছড়ায় ?

সংক্ষিপ্ত প্রশ্ন 

১. গার্হস্থ্য সবজি বাগান সম্পর্কে লেখ। 

২. অম্ল মাটি বলতে কী বোঝায় ? 

৩. মাটির পিএইচ মানাঙ্ক কীভাবে সংশোধন করা যায় ? 

৪. জমিতে সারের পরিমাণ নির্ধারণে কোন কোন বিষয় বিবেচনা করতে হয় ? 

৫. পাতায় প্রয়োগের জন্য বিভিন্ন সারে দ্রবণ তৈরি করা সম্পর্কে লেখ। 

৬. যে সব বিষয়গুলো সারের কার্যকারিতা বাড়ায় তা লেখ। 

৭. জমিতে সেচ ও নিকাশ বলতে কী বোঝায় ?

রচনামুলক প্রশ্ন 

১. সবজি চাষের জন্য মাটির বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর । 

২. সবজি চাষের জন্য জমি তৈরির সুবিধাদি ও প্রস্তুত পদ্ধতি সম্পর্কে আলোচনা কর। 

৩. সবজি চাষের সারের প্রয়োগ পদ্ধতি সম্পর্কে বর্ণনা কর । 

৪. জমিতে সেচের সঠিক সময় কিভাবে নির্ণয় করা যায় তা ব্যাখ্যা কর। 

৫. সবজি চাষে আগাছা দমণের পদ্ধতিগুলো বর্ণনা কর।

Content added By
Promotion