শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র।
বজ্রের হুঙ্কারে শৃঙ্খল ভাঙতে
সংগ্রামী জনতা অতন্দ্র।
আমি করি না করি না করি না ভয়
জয় বাংলা বাংলার জয়।
উদ্দীপকটিতে 'বিদ্রোহী' কবিতার মূলভাবের পূর্ণ প্রতিফলন ঘটেছে কী? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
(উচ্চতর দক্ষতা)