Academy

.

সারাংশ লেখ:

চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, মানুষ যদি মানুষকে শ্রদ্ধা করে, সে শুধু তার চরিত্রের জন্য। অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হওয়ার দরকার নেই। জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাঁদের গৌরবের মূলে এ চরিত্রশক্তি। তুমি চরিত্রবান ব্যক্তি এ কথার অর্থ এ নয় যে, তুমি শুধু লম্পট নও তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ কর। তুমি পরদুঃখকাতর, ন্যায়বান এবং স্বাধীনতা প্রিয় চরিত্রবান মানে এই।

Created: 3 months ago | Updated: 3 months ago
Updated: 3 months ago

সারাংশ: চরিত্র মানবজীবনের মহৎ গুণ। চরিত্রগুণে মানুষ গৌরবের অধিকারী হয়। চরিত্র গুণেই মানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান পাওয়া যায়। চরিত্রবান ব্যক্তি সত্যবাদী, বিনয়ী, জ্ঞানসাধক, পরোপকারী, ন্যায়বান ও স্বাধীনতাপ্রিয় হয়ে থাকেন।

3 months ago

বাংলা

Please, contribute to add content.
Content
Promotion