Academy

.

বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেট খেলার সফলতা ও ব্যর্থতা জানিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর।

Created: 3 months ago | Updated: 3 months ago
Updated: 3 months ago

রহিম: আরে করিম, আজকের ম্যাচটা কেমন লাগলো? 

করিম: আহা, কী বলবো! একদিকে বাংলাদেশের জয়টা খুব ভালো লাগলো, কিন্তু অন্যদিকে শেষ ওভারে কিছুটা হতাশও হয়েছি। 

রহিম: হ্যাঁ, শেষ ওভারটা সত্যিই টেনশনপূর্ণ ছিল। তবে মোটামুটি ভালোই খেলেছে আমাদের ছেলেরা। গ্রুপ পর্ব থেকে উঠে এসেছে, এটাই তো কম কথা নয়! 

করিম: ঠিক বলেছো। তবে আমার মনে হয়, ব্যাটিং আরো ভালো হতে পারতো। বিশেষ করে শেষ ওভারে রান তোলার ক্ষেত্রে আমরা অনেকটাই ব্যর্থ হয়েছি।

রহিম: হ্যাঁ, সেটা ঠিক। তবে বোলিং তো আমাদের বেশ ভালো ছিল। বিশেষ করে তোমার প্রিয় ফাস্ট বোলার লালভাই আজ তো আগুন ছুঁড়েছিল! 

করিম: হাহা, হ্যাঁ! লালভাই আজ সত্যিই দারুন বোলিং করেছে। তার হাতে তো তিনটা উইকেটও এসেছে। 

রহিম: তবে আমার মনে হয়, আমাদের ফিল্ডিং আরো উন্নত করতে হবে। আজ অনেক ক্যাচ মিস করেছে আমাদের ফিল্ডাররা। 

করিম: হ্যাঁ, সেটাও ঠিক। তবে মোটামুটি ভালোই খেলেছে আমাদের ছেলেরা। আশা করি, পরবর্তী ম্যাচগুলোতে আরো ভালো খেলবে। 

রহিম: হ্যাঁ, অবশ্যই। আমরা তো সবাই তাদের সমর্থনে আছি। বাংলাদেশ জয় হোক!

 করিম: বাংলাদেশ জয় হোক!

3 months ago

বাংলা

Please, contribute to add content.
Content
Promotion