Academy

১। গোলগাল চেহারার খাটো প্রকৃতির মেয়েবন্যা একদিন পোশাক কিনতে মার্কেটে যায়। সমান্তরাল রেখার নকশাযুক্ত জামা ও উঁচুকলার দেওয়া গলার বড় ছাপাযুক্তজামা দুটি তার খুবপছন্দ হয়। কিন্তু সবকিছু চিন্তা করে সে ওইদুটি জামা না কিনেইউ আকৃতির গলাযুক্ত খাড়া রেখার নকশাসমৃদ্ধ অন্য একটি জামাতার নিজের জন্য কিনে আনে।

ঘ. তুমি কি মনেকর বন্যার পোশাক নির্বাচন সঠিক হয়েছে? তোমারউত্তরের স্বপক্ষে যুক্তি প্রদর্শন কর।

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি

দেহের সৌন্দর্য ফুটিয়ে তুলতেই পরিচ্ছদের প্রয়োজন। ব্যক্তিত্বের বিকাশেই পরিচ্ছদের সার্থকতা। আর ব্যক্তিত্বের বিকাশের জন্য প্রত্যেকের উচিত রুচিসম্মত পোশাক-পরিচ্ছদ পরিধান করা। যেহেতু পোশাকপরিচ্ছদ দৈনন্দিন জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প, তাই এই শিল্প প্রস্তুত, নির্বাচন পরিধানে শিল্প উপাদান শিল্পনীতির সুষ্ঠু প্রয়োগে অত্যন্ত সতর্ক থাকতে হবে। প্রকৃতপক্ষে খুব কম ব্যক্তিই নিখুঁতভাবে জন্মগ্রহণ করে। দেহের বিভিন্ন অংশের ত্রুটিসমূহ সুপরিকল্পিত পোশাকের আকৃতির মাধ্যমে গোপন করে সুন্দর দিকগুলো প্রস্ফুটিত করে ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তোলা যায়

Content added By

Related Question

View More

গৃহ ব্যবস্থাপনার মূল চাবিকাঠি হলো লক্ষ্য বা উদ্দেশ্য।

Promotion