Academy

১। রুপা পরিবারের বড়মেয়ে। ঘরের বিভিন্ন কাজেরসাথে পরিবারের সদস্যদের পোশাকও তাকে পরিষ্কার করতেহয়। কয়েক দিন আগে কমলারঙের রেশমি কাপড়টি ধোয়ার পর তিনি দেখতেপান তার কাপড়টির রংউঠে গেছে এবং সাদাব্লাউজে সে রং লেগেগেছে। কাপড়টিও সংকুচিত হয়ে গেছে ।কিন্তু তারনাইলন, পলিয়েস্টার কাপড়গুলো নষ্ট হয়নি।

ঘ. রঙিন রেশমি বস্ত্রটি যথাযথ নিয়মে ধোয়াটাই যুক্তিযুক্ত ছিল— এ বিষয়েতোমার মতামত দাও ৷

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

পোশাকের যত্ন ও পারিপাট্য

পোশাক ব্যক্তির সৌন্দর্যবোধ, রুচি এবং ব্যক্তিত্বের পরিচয় তুলে ধরে। নিজের পছন্দমতো পোশাক শুধু ক্ৰয় করলেই চলে না। বরং পোশাকের কর্মউপযোগী টেকসই রাখতে হলে পোশাকের যত্ন অপরিহার্য হয়ে পড়ে। ক্রমাগত পরিধানের ফলে নতুন পোশাক পুরানো জীর্ণ হয়ে পড়ে। এমন পুরানো বা জীর্ণ বস্ত্র বা পোশাককে উপযুক্ত সংস্কারের সাহায্যে নতুনভাবে ব্যবহারোপযোগী করে তোলা যায়। অনেক সময় পোশাকে দাগ লেগে পোশাকটির সৌন্দর্য বিনষ্ট হয়। এই ধরনের ক্ষতি কমানোর জন্য বিভিন্ন পদ্ধতিতে পোশাকের দাগ উঠিয়ে ফেলা উচিত।

পোশাকের স্থায়িত্ব, সৌন্দর্য ব্যবহারোপযোগিতা বজায় রাখার জন্য যথাযথভাবে যত্ন নেওয়া প্রয়োজন সঠিক নিয়মে যত্ন নিলে কাপড়চোপড় অনেক দিন টেকে, সুন্দর অবস্থায় থাকে এবং অর্থের সাশ্রয় হয়। পরিষ্কার পরিপাটি পোশাক দেহ মনের সুস্থতা বজায় রাখে

Content added By

Related Question

View More

গৃহ ব্যবস্থাপনার মূল চাবিকাঠি হলো লক্ষ্য বা উদ্দেশ্য।

Promotion