Academy

নীহারিকা ফার্মেসির ২০১৭ সালের জুলাই মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ:

জুলাই-১, নতুন ট্রেড লাইসেন্স ফি প্রদান ৩০,০০০ টাকা ।

জুলাই-৫, সাধনা ফার্মেসিকে প্রতি কার্টুন ৫০০ টাকা দরে ক্রীত ২০ কার্টুন ঔষধ ত্রুটিযুক্ত থাকায় ফেরত। বাট্টা ১০% । ডেবিট নোট নং ১১১।

জুলাই-১০, ব্যবসায়ের হিসাবরক্ষণের জন্য ৪০,০০০ টাকায় ১টি কম্পিউটার ক্রয়। জুলাই-১৫, চন্দনা মেডিকেয়ার হতে মেয়াদ উত্তীর্ণের কারণে প্রতি প্যাকেট ৩০০ টাকা দরে ১০০ প্যাকেট ভিটামিন ক্যাপসুল ফেরত । বাট্টা ৫% । ক্রেডিট নোট নং ২২২।
জুলাই-২০, প্রিয়ন্তী ফার্মা থেকে ক্রীত ১২০ টাকা দরে ৫০০ ব্যাগ স্যালাইন ফরমায়েশ অনুযায়ী না হওয়ায় ফেরত প্রদান । কারবারি বাট্টা ৫% । ডেবিট নোট নং ৩৩৩ ।

জুলাই-৩০, নিরাময় ড্রাগস এর নিকট ১০% বাট্টায় বিক্রীত ২৫,০০০ টাকার ঔষধ নিম্নমানের কারণে ফেরত আসে। ক্রেডিট নোট নং ৪৪৪ ।

উপর্যুক্ত তথ্য হতে নীহারিকা ফার্মেসির আন্ত:ফেরত জাবেদা প্রস্তুত কর ৷

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

জাবেদা

আর্থিক ও অনার্থিক ঘটনা চিহ্নিতকরণের পর, আর্থিক লেনদেনসমূহ প্রাথমিক হিসাবের বইতে ডেবিট ও ক্রেডিট পক্ষ চিহ্নিতপূর্বক লিপিবদ্ধ করা প্রয়োজন। লেনদেনসমূহের মাঝে প্রকৃতিগত পার্থক্য বিদ্যমান, লেনদেনের বৈশিষ্ট্য ও প্রকৃতি বিবেচনা করেই জাবেদার শ্রেণিবিভাগ করা হয়েছে। লেনদেনের প্রকৃতি অনুযায়ী যে শ্রেণির জাবেদা প্রযোজ্য, ঐ জাবেদাতেই তা লিপিবদ্ধ করতে হবে। লেনদেন লিপিবদ্ধের ক্ষেত্রে প্রমাণপত্র যাচাই করা হলে সংরক্ষিত হিসাবের গ্রহণযোগ্যতা অনেকাংশে বৃদ্ধি পায় ৷

এই অধ্যায় শেষে আমরা—

  • প্রারম্ভিক লিখন হিসেবে জাবেদার ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারব।
  • জাবেদার শ্রেণিবিভাগ করতে পারব।
  • লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা প্রদান করতে পারব।
  • চালানের ভিত্তিতে ক্রয় ও বিক্রয় জাবেদা, ডেবিট নোটের ভিত্তিতে ব্রুয় ফেরত জাবেদা এবং ক্রেডিট নোটের ভিত্তিতে বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে পারব।
Content added By

Related Question

View More

ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা সমূহের মোট পরিমাণ ;

ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক ঋণ    ৪০,০০০/-

আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ।    ৪৫,০০০/-

                     ‌                           -------

                 মোট                         ৯৫,০০০/-

Promotion