Academy

উদ্দীপক-১ : শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নেপালের প্রসিদ্ধ দারাহারা ভবনটি ধসে পড়ে। ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়ে অনেক মানুষ। কাঠমান্ডুর দরবার স্কয়ারের অট্টালিকা ও সৌধগুলো ধ্বংস হয়। নেপালের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর ব্যাপর ক্ষয়ক্ষতি হয়-- যা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ ।

উদ্দীপক-২ : আশা যেন মন ও কল্পনার মিলনের ভালোবাসায় সিক্ত এক প্রবহমান ধারা। আশা ও স্বপ্নের পাথায় ভর করে মানুষ উড়ে যায় দূর ভবিষ্যতে। মানুষের সকল সৃষ্টি ধ্বংস হয়ে গেলেও তার স্বপ্ন, আশাগুলো রয়ে যায় অবিনশ্বর জীবনের প্রতিবৃদ্ধ স্রোতে ভেসে যাওয়ার সময়ও আশাই মানুষকে বেঁচে থাকার প্রেরণা জোগায়।

উদ্দীপক-১ এর সঙ্গে 'সেইদিন এই মাঠ' কবিতার যেদিকের সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা কর

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

বাংলা সাহিত্য

Please, contribute to add content.
Content
Promotion