Academy

মি. সোহরাব একটি প্রকল্পে ৫০ লক্ষ টাকা বিনিয়োগ করতে চান। তার সামনে 'শাপলা' ও 'পদ্মা' দুটি প্রকল্প রয়েছে। শাপলা প্রকল্প হতে আগামী চার বছরে অবচয় ও করপূর্ব আয় (সম্ভাব্য) যথাক্রমে ১৫ লক্ষ টাকা, ১৮ লক্ষ টাকা, ২০ লক্ষ টাকা ও ২২ লক্ষ টাকা পাওয়া যাবে বলে ধারণা করা হয়। 'শাপলা' প্রকল্পের পে-ব্যাক সময় ৩.০৯ বছর নির্ধারণ করা হয়। অপরদিকে, 'পদ্মা' প্রকল্প থেকে আগামী চার বছরে যথাক্রমে ১.০৫ লক্ষ টাকা, ১.৭৫ লক্ষ টাকা, ৮.৭৫ লক্ষ টাকা ও ১২.২৫ লক্ষ টাকা কর পরবর্তী নিট মুনাফা পাওয়া যাবে বলে অনুমান করা হয়। উভয় প্রকল্পের ক্ষেত্রে কোম্পানির কর হার ৩০% ।

শাপলা প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় কর।

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

ফিন্যান্স ও ব্যাংকিং

Please, contribute to add content.
Content
Promotion