Academy

X কোম্পানির মোট মূলধন, ১০০ কোটি টাকা যার মধ্যে ৪০% সাধারণ শেয়ার এবং ৬০% ঋণ মূলধন বিদ্যমান। এক্ষেত্রে কোম্পানির ঋণ মূলধন ব্যয় ১৩% এবং কর হার ৩০%। কোম্পানির বার্ষিক সাধারণ সভায় সাধারণ শেয়ার মূলধন ২০% এবং ঋণ মূলধন ৮০% রাখার সিদ্ধান্ত হয়। অপরদিকে, Y কোম্পানির প্রতিটি ৫০০ টাকা মূল্যের ১০ লক্ষ সাধারণ শেয়ার মূলধন রয়েছে। তবে বর্তমানে প্রতিটি শেয়ারের বাজারমূল্য ৭৫০ টাকা। এ কোম্পানিটি গত বছরে শেয়ারপ্রতি ১২% হারে লভ্যাংশ দিয়েছিল। এ লভ্যাংশের হার প্রতিবছর গড়ে ৫% হারে বৃদ্ধি পায়। 

X কোম্পানির মূলধন কাঠামো পরিবর্তনের যৌক্তিকতা মূল্যায়ন কর।

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

ফিন্যান্স ও ব্যাংকিং

Please, contribute to add content.
Content
Promotion