Academy

 চাকরিজীবী মিসেস সাবরিনা অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য শেয়ার বাজারে দুটি কোম্পানিতে বিনিয়োগ করেছেন। টিউলিপ কোম্পানিতে বিনিয়োগ করে তিনি গত তিন বছরে ৫%, ১০%, ৩% হারে লভ্যাংশ পান। এ কোম্পানির বার্ষিক সাধারণ সভায় তিনি মতামত দেন। অন্যদিকে 'অর্কিড' কোম্পানির বার্ষিক সাধারণ সভায় তাকে ডাকা হয়নি এবং কোম্পানি এ বছর অধিক মুনাফা করলেও তাকে গত বছরের মতো ৫% হারেই সুদ দেয়। সম্প্রতি সাবরিনার টাকার প্রয়োজন হলে তিনি 'টিউলিপ' কোম্পানির বিনিয়োগটি নগদায়ন করেন।

ঋণের মাধ্যমে অর্থায়ন সুবিধাজনক কেন? ব্যাখ্যা কর।

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

ফিন্যান্স ও ব্যাংকিং

Please, contribute to add content.
Content
Promotion