আধুনিক অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা [Olympic Games] হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা। দুইশতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে। অলিম্পিক গেমস প্রত্যেক চার বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে। এর দুটো প্রকরণ গ্রীষ্ম এবং শীতকালীন প্রতিযোগিতা প্রত্যেক দুই বছর পর পর হয়ে থাকে, যার অর্থ দাঁড়ায় প্রায় প্রত্যেক দুই বছর পর পর অলিম্পিক গেমসের আসর অনুষ্ঠিত হয়। খ্রীষ্টপূর্ব অষ্টম শতাব্দিতে প্রাচীন গ্রীসের অলিম্পিয়া থেকে শুরু হওয়া প্রাচীন অলিম্পিক গেমস থেকেই মূলত আধুনিক অলিম্পিক গেমসের ধারণা জন্মে। ১৮৯৪ সালে ব্যারন পিয়ের দ্য কুবেরতা সর্বপ্রথম International Olympic Committee (IOC) গঠন করেন এ কারণে ব্যারন পিয়ের দ্য কুবার্তাকে অলিম্পিকের জনক বলা হয়।
জেনে নিই
পাঁচ রং পাঁচ মহাদেশ
দাপ্তরিক ভাষা ইংরেজি ও ফরাসি।
Russia
Japan
USA
China
আরও দেখুন...