আফগানিস্তান

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
2
  • রাষ্ট্রীয় নামঃ The Islamic Emirate of Afghanistan
  • রাজধানীঃ কাবুল
  • ভাষাঃ আফগানী
  • মুদ্রাঃ দরি,পাস্তু পশতু

জেনে নিই

  • আফগানিস্তান (মোট প্রদেশ ৩৪ টি) একটি স্থলবেষ্টিত দেশ।
  • আফগানিস্তান স্বাধীনতা লাভ করে- ১৯১৯ সালে।
  • আফগানিস্তানের জনক- মোহাম্মদ জহির শাহ্ (শেষ রাজা)
  • আফগানিস্তানের সিমান্ত রয়েছে ৬টি দেশের সাথে।
  • আফগানিস্তানের আইনসভার নাম- লয়া জিরগা।
  • আফগানিস্তানের পশতুন জাতির গোষ্ঠীর সদস্যরা সংখ্যা গরিষ্ঠ।
  • পৃথিবীর সর্বোচ্চ বৌদ্ধ মূর্তি বামিয়ান আফগানিস্তানে অবস্থিত ছিল।
  • আফগানিস্তানের রাজতন্ত্র অবসান ঘটে ১৯৭৩ সালে ।
  • প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়- ১৯৭৩ সালে।
  • বাগরাম বিমানঘাটি অবস্থিত- কাবুলে।
  • বাজাউর উপজাতির বাস- আফগানিস্তানে ।
  • কান্দাহার, হেরাত, মাজার-ই-শরীফ শহরগুলো- আফগানিস্তানে অবস্থিত ।
  • আফগানিস্তানের প্রেসিডেন্টের বাসভবনের নাম- প্রেসিডেন্সিয়াল প্যালেস।
  • আফগানিস্তান সার্কের ৮ম সদস্য পদ লাভ করে- ৩রা এপ্রিল ২০০৭ সালে।
  • আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার কার হয় ১৯৮৯ সালে ।
  • আফগানিস্তানের তালেবান ১৯৯৪ সালে আবির্ভূত হয়।
  • আফগানিস্তানে তালেবানদের পতন- ২০০১ সালে।
  • তালেবান শব্দের অর্থ- ছাত্র। তালেবানের প্রতিষ্ঠাতার নাম- মোল্লা ওমর।
  • আমেরিকা দীর্ঘ ২০ বছর যুদ্ধ করে পারজিত হয় তালেবানের কাছে ।
  • যুক্তরাষ্ট্র- তালেবান শান্তি চুক্তি হয়- ২৯ ফেব্রুয়ারী ২০২০ সাল। তালেবান আফগানিস্তানের পুনরায় ক্ষমতা দখল করে- ১৫ আগস্ট ২০২১ সালে। যুক্তরাষ্ট্র প্রত্যাহার করে- ৩১ আগস্ট ২০২১ সালে।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

হামিদ কারজাই
আশরাফ আববাস
আশরাফ গনি
মাহমুদ আব্বাস
অপারেশন ডেজার্ট স্টোম
অপারেশন রেস্টোরেশন অব ডেমোক্রেসি
অপারেশন এনডিওরিং ফ্রিডম
অপারেশন টাইফুন অব স্ট্রিল
অপারেশন ডেজার্ট স্টোম
অপারেশন রেস্টোরেশন অব ডেমোক্রেসি
অপারেশন এনডিওরিং ফ্রিডম
অপারেশন টাইফুন অব স্ট্রিল
Promotion