জানুয়ারি, ১৯৯৯ আর্থিক বাজারে ইউরো মুদ্রা প্রবর্তিত হয়। ইউরো মুদ্রা হলো ইউরোপীয় ইউনিয়ন একক মুদ্রা। ১ জানুয়ারি, ২০০২ ইউরো নোট ও ধাতব মুদ্রা বাজারে ছাড়া হয়। ১ মার্চ, ২০ শগুলো পুরাতন মুদ্রা বাতিল করে দেয় এবং একক মুদ্রা হিসাবে ইউরো চালু করে। রবার্ট মুলোকের জনক বলা হয়। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১৯টি সহ মোট ইউরো মুদ্রা চালু আছে ২৫ টি দেশে। ১ জানুয়ারি, ২০১৫, লিথুয়ানিয়া ১৯তম দেশ হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করে।
যেসব দেশের মুদ্রার নাম ইউরো -
ইতালি
ফ্রান্স
জার্মানি
স্পেন
অস্ট্রিয়া
বেলজিয়াম
লুক্সেমবার্গ
নেদারল্যান্ড
সাইপ্রাস
মাল্টা
মোনাকো
এস্তোনিয়া
লাটভিয়া
আয়ারল্যান্ড
পর্তুগাল
শোধেনিয়া
গ্রিস
ফিনল্যান্
ক্র্যাটিকান সিটি
স্যানমেরিনো
মন্টিনিগ্রো
লিথুয়ানিয়া
কসোভো
আরও দেখুন...