ইবনে খালদুন

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
2
  • ১৯ শতকের শ্রেষ্ঠ মুসলিম দার্শনিক ইবনে খালদুন ১৩০৩২ সালে তিউনিসিয়ার অনুগ্রহণ করেন। 
  • মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিকদের মধ্যে অন্যতম।
  •  জন্ম - ২৭ মে ১৩৩২ খ্রিস্টাব্দে (তিউনিসিয়ায়)
  • তাঁর বিখ্যাত গ্রন্থ- 'কিতাবুল ইবার (৭ খণ্ডে) রচিত ।
  • 'মুকাদ্দিমা' (ভূমিকা) এর জন্য তিনি সর্বাধিক পরিচিত।
  •  সমাজবিজ্ঞানে অসামান্য অবদান রয়েছে তার।
  • আধুনিক সমাজবিজ্ঞান, ইতিহাস ও অর্থনীতির জনকদের মধ্যে অন্যতম
  • সামাজিক সংহতি প্রত্যয়টির ব্যাখ্যা প্রদান করেন।
  • ইবনে খালদুন বিশ্বজোড়া সমাদৃত তার মুকাদ্দিমা গ্রন্থের জন্য।
  • মিশরের কায়রোতে মৃত্যুবরণ করেন- ১৪০৬ সালে ।
Content added || updated By
Promotion