প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা পালন করে প্রণেতা বা আবেদনকারীর নামসহ সৃষ্টিকর্মের নাম ও বিবরণাদি কপিরাইট রেজিস্টারে অন্তর্ভুক্ত করার কাজকেই কপিরাইট নিবন্ধন বলে । কপিরাইট নিবন্ধকের অফিসে আবেদন করে আইনের ধারা অনুযায়ী এরূপ নিবন্ধন কর্ম সম্পাদন করতে হয় । নিম্নে এরূপ নিবন্ধন বিষয়ে ২০০০ সালের কপিরাইট জাইন ও ২০০৬ সালের কপিরাইট বিধিমালায় উল্লেখ প্রয়োজনীয় বিধানাবলি উল্লেখ করা হলো:
১. নিবন্ধনের আবেদন কে করতে পারেন (Who can apply for registration) : কোনো কর্মের প্রণেতা, প্রকাশক বা কপিরাইটের স্বত্বাধিকারী বা এতে স্বার্থ রয়েছে এমন ব্যক্তি সৃজনশীল কর্মটি নিবন্ধনের জন্য নির্ধারিত ফি প্রদান পূর্বক নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে পারবেন ।
২. আবেদন দাখিলের পদ্ধতি (Method of submission of application) : আবেদনকারীকে অত্র বিধিমালার ২য় তফসিলে বর্ণিত ফরম পূরণপূর্বক প্রয়োজনীয় ফি সহ তিন প্রস্থে দাখিল করতে হবে । উল্লেখ্য কপিরাইট নিবন্ধকের অফিস থেকেও এরূপ ফরম সংগ্রহ করা যায়। প্রথম স্বত্ত্বাধিকারীর ক্ষেত্রে এ ফি-এর পরিমাণ ১,০০০ (এক হাজার) টাকা । তবে প্রকাশক বা অন্যদের জন্য লাইসেন্স বা স্বত্বাধিকার নিবন্ধনের বেলায় ফি-এর ক্ষেত্রে ভিন্নতা রয়েছে।
৩. আবেদনপত্রের বিষয়বস্তু (Content of application) : কপিরাইট আইন বিধিমালার ১ম তফসিলের ২নং ফরমে উল্লেখ আবেদনপত্রের বিষয়বস্তু নিম্নে উল্লেখ করা হলো:
৪. স্বার্থ সংশ্লিষ্ট পক্ষসমূহকে আবেদনপত্রের কপি প্রেরণ (Sending the copy of application to the rested groups ) : আবেদনকারীকে এরূপ আবেদনের কপি স্বার্থসংশ্লিষ্ট কোনো পক্ষ যদি থেকে থাকে তবে তাদের নিকট পাঠাতে হবে । যাতে উক্ত পক্ষ বিষয়টি জানতে পারে এবং এ বিষয়ে কোনো অভিযোগ থাকলে তা নিবন্ধক বরাবর উপস্থাপন করতে পারে। একজন গীতিকার গান রচনা করেছেন। সুরকার ও গায়ক অন্য ব্যক্তি হতে পারেন। এক্ষেত্রে গীতিকার কপিরাইটের আবেদন করলে তা অন্য দু'পক্ষকে জানাতে হবে ।
উল্লেখ্য সাহিত্যকর্ম, নাট্যকর্ম, কম্পিউটার সফটওয়্যার, সঙ্গীতকর্ম ও শিল্পকর্মের বেলায় কর্মটি মৌলিক কর্মের অনুবাদ অথবা মৌলিক কর্মের অভিযোজন তার সুস্পষ্ট উল্লেখের প্রয়োজন পড়ে। অনুবাদ ও অভিযোজন (Addition)-এর ক্ষেত্রে মৌলিক কর্মটির শিরোনাম এবং তার ভাষা, মৌলিক কর্মের লেখক বা প্রণেতার নাম, ঠিকানা ও জাতীয়তা, মৌলিক কর্মটির প্রকাশকের নাম, ঠিকানা ও জাতীয়তা এবং অনুবাদ বা অভিযোজনের ক্ষমতা প্রাপ্তির বিষয়ে অনুমোদনের প্রয়োজনীয় বিবরণসহ ক্ষমতা প্রদানকারীর নাম, ঠিকানা ও জাতীয়তা উল্লেখ করতে হয়।
৫. আবেদনপত্র মূল্যায়ন ও নিবন্ধন সনদ প্রদান (Evaluating application and issuing registration certificate) : কপিরাইট নিবন্ধনের আবেদন প্রাপ্তির পর নিবন্ধক তার বিবেচনায় উপযুক্ত এমন প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম পরিচালনা বা খোঁজ-খবর করবেন। অতঃপর আবেদনপত্র গ্রহণযোগ্য বিবেচিত হলে কপিরাইট রেজিস্ট্রারে কর্মের নাম, শিরোনাম, গ্রন্থকার, প্রণেতা, প্রকাশক এবং কপিরাইটের স্বত্বাধিকারীগণের নাম, ঠিকানা, জাতীয়তাসহ প্রয়োজনীয় সকল বিষয় লিপিবদ্ধ করবেন এবং আবেদনকারীকে নিবন্ধন সনদ প্রদান করবেন ।