কুষ্টিয়া জেলা

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী | | NCTB BOOK
1
  • গড়াই নদীর তীরে অবস্থিত।
  • কুষ্টিয়া গ্রামের নামানুসারে এর নামকরণ করা হয়।
  • কুষ্টিয়ার পূর্ব নাম নদীয়া, নদীয়া লক্ষণ সেনের রাজধানী ছিল।
  • বাংলাদেশের সবচেয়ে বড় তাপ বিদ্যুৎকেন্দ্র ভেড়ামারা (কুষ্টিয়ায়)।
  • কষ্টিয়ার ভেড়ামাড়ার ২৬টি উন্নত গাজা উৎপাদনকারী গ্রামকে গোল্ডেন ভিলেজ বলে।
  • ১৮৬২ সালে বাংলাদেশে প্রথম রেল যোগাযোগ শুরু হয় কুষ্টিয়ার জগতি থেকে দর্শনা পর্যন্ত।
  • বিখ্যাত ব্যক্তিত্ব- মীর মোশাররফ হোসেন, লালন শাহ, কাঙ্গাল হরিনাথ মজুমদার, শাহ আজিজুর রহমান, ফরিদা পারভিন।
  • দর্শনীয় প্রমুখ স্থান- রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, রেনউইক বাঁধ, লালন একাডেমি।
Content added || updated By
Promotion