ক্যাম্প ডেভিড চুক্তি

সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী - ক্যাম্প ডেভিড চুক্তি
  • স্বাক্ষরিত হয়- ১৯৭৮ সালে।
  • স্থান- যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিডে ।
  • স্বাক্ষর করে- মিশর (আনোয়ার সাদাত) ও ইসরাইল (মেনামে বেগিন)। 
  • উদ্দেশ্য- মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার রূপরেখা নিরূপণ।
  • মধ্যস্থতা করে- সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
  • ফলাফল- সাময়িকভাবে মিশরকে OIC ও আরব লীগ থেকে বহিষ্কার করা হয়।
  • চুক্তিটির জন্য সাদাত ও বেগিন যৌথভাবে নোবেল পুরস্কার পান- ১৯৭৮ সালে।
Content added By
Promotion