জাতিসংঘ

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
1

১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ গঠিত হয়। জাতিসংঘ রাতারাতি প্রতিষ্ঠিত হয়নি। ১১ টি সম্মেলনের মধ্য দিয়ে। জাতিসংঘ প্রতিষ্ঠিত জাতিসংঘের পাঁচটি সদস্য (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চান) এর বিশেষ ক্ষমতা (Veto Power) রয়েছে, যে ক্ষমতার বলে এই পাঁচ সদস্যের যে কেউ জাতিসংঘের যেকোন সিদ্ধান্তকে নাকচ করে দিতে পারে।

 

জেনে নিই 

  •  জাতিসংঘ হলো বিশ্বের স্বাধীন দেশসমূহের সর্বোচ্চ- আন্তর্জাতিক সংঘ।
  •  জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত- ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
  • জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় অবস্থিত জেনেভায় (সুইজারল্যান্ড)।
  •  জাতিসংঘ গঠন সংক্রান্ত আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়- ১৪ আগস্ট ১৯৪১।
  • জাতিসংঘ সনদ কার্যকরী হয় ২৪ অক্টোবর ১৯৪৫ সালে ৫১টি সদস্য রাষ্ট্র নিয়ে।
  • জাতিসংঘের নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট (১ জানুয়ারি ১৯৪২)।
  •  ১৯৪৫ সালে ৫১তম দেশ হিসেবে জাতিসংঘ সনদে স্বাক্ষর করে- পোল্যান্ড ।
  •  জাতিসংঘের আয়ের উৎস সদস্য দেশসমূহের চাঁদা, বাজেট ঘোষিত হয় -দু'বছরে একবার।
  •  জাতিসংঘের সর্বশেষ ১৯৩ তম সদস্য দেশ দক্ষিণ সুদান।
  •  প্রতিবছর জাতিসংঘ দিবস পালিত হয় ২৪ অক্টোবর।
  •  জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি-(ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
  • জাতিসংঘ সনদের রচয়িতা- আর্কিবেন্ড ম্যাকলিস (Archibald Macleish)
  • জাতিসংঘের পতাকা হালকা নীল রঙের মাঝে একটি সাদা বৃত্ত এবং বৃত্তের মাঝখানে প্রতীক ।
  • প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়- ১৯৭৫ সালে মেক্সিকো সিটিতে 1 
  • জাতিসংঘের সদস্য নয় যেসব দেশ তাইওয়ান, ভ্যাটিকান, কসোভো এবং ফিলিস্তিন।
  • জাতিসংঘ বিশ্ববিদ্যালয়- টোকিও, জাপানে অন্যদিকে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোস্টারিকাতে।
Content added By
Content updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

নিরাপত্তা পরিষদ

0

নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য- ৫টি

১. যুক্তরাষ্ট্র

২. যুক্তরাজ্য

৩. ফ্রান্স

৪. রাশিয়া

৫. চীন 

 

জেনে নিই 

  • তাইওয়ান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ছিল, ১৯৭১ সালে তাদের স্থলাভিষিক্ত করা হয় চানকে।
  • জাতিসংঘের অস্থায়ী সদস্য- ১০টি। 
  • অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ২ বছরের জন্য ।
  • নিরাপত্তা পরিষদে সর্বোচ্চবার অস্থায়ী সদস্য (১১ বার) নির্বাচিত হয়েছে জাপান ও ব্রাজিল 
  •  জাতিসংঘ স্থায়ী সদস্যগণ ভেটো ক্ষমতা সম্পন্ন।
  • Veto ল্যাটিন ভাষার শব্দ যার অর্থ "আমি এটা মানি না” ।

 

Content added By

সাধারণ পরিষদ

0

জাতিসংঘের আলাপ-আলোচনার মূল সভা সাধারণ পরিষদ। প্রতিবছর সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। অধিবেশনে প্রতিটি দেশ সর্বোচ্চ প্রতিনিধি পাঠাতে পারে ৫ জন। সাধারণ পরিষদের যে পাঁচটি আঞ্চলিক এলাকা থেকে পালাক্রমে নির্বাচিত হন সেগুলো হলো এশিয়া, আফ্রিকা, পূর্ব ইউরোপ, ল্যাটিন আমেরিকা এবং পশ্চিম ও অন্যান্য দেশ।

 

নারী সভাপতি ও ন্যায়পাল

জাতিসংঘ সাধারণ পরিষদে দায়িত্ব পালনকারী নারী সভাপতি তিন জন ।

  •  ভারতের বিজয়লক্ষ্মী পণ্ডিত (১৯৫৩)
  •  লাইবেরিয়ার অ্যাজি বুক (১৯৬৯)
  • বাহরাইনের সায়খা হায়া বিনতে রশিদ আল খলিফা (২০০৬) 
  •  প্রথম নারী ন্যায়পাল প্যাট্রিসিয়া ডুরাই (জ্যামাইকা)।
     
Content added || updated By

অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

0
Please, contribute by adding content to অর্থনৈতিক ও সামাজিক পরিষদ.
Content

অছি পরিষদ

1
Please, contribute by adding content to অছি পরিষদ.
Content

আন্তর্জাতিক বিচারালয়

0
Please, contribute by adding content to আন্তর্জাতিক বিচারালয়.
Content

জাতিসংঘ ভবন

5
  • আটলান্টিক মহাসাগর সাগরের তীরে অবস্থিত। 
  • জাতিসংঘ ভবন অবস্থিত- নিউইয়র্কের ম্যানহাটান শহরে অবস্থিত।
  • জাতিসংঘ মূলভবনে কার্যক্রম শুরু হয় ১৯৫২ সালে থেকে।
  • বর্তমান জাতিসংঘ ভবনের জমি দান করেন- রকফেলার।
  • জাতিসংঘ ভবনের প্রধান স্থপতি- অস্কার নাইমিয়ার (ব্রাজিল)।
  • জাতিসংঘে আঞ্চলিক দপ্তর আছে তিনটি- নাইরোবি (কেনিয়া), জেনেভা (সুইজারল্যান্ড), ভিয়েনা (অস্ট্রিয়া)

 

Content added By

G-4 nations

0
  •  গঠিত হয়- ২০০৫ সালে।
  • সদস্য- জাপান, জার্মানি, ব্রাজিল ও ইন্ডিয়া।
  • উদ্দেশ্য- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যপদ পেতে আগ্রহী
Content added By

জাতিসংঘের সদস্য

0
  • বর্তমান সদস্য রয়েছে- ১৯৩ টি রাষ্ট্র। 
  •  প্রতিষ্ঠাকালীন সদস্য- ৫১ টি ।
  •  ৫১ তম সদস্য রাষ্ট্র হিসেবে স্বাক্ষর করে- পোলান্ড।
  • ১৯৩ তম সদস্যপদ গ্রহন করে দক্ষিণ সুদান (২০১১)।
  •  ১৩৬ তম সদস্য দেশ হিসাবে বাংলাদেশ জাতিসংঘের তালিকাভূক্ত হয়।
  •  ২৯ তম অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে।
  • ২৯ তম অধিবেশনে বাংলাদেশের সাথে গ্রানাডা ও গিনি বিসাউ সদস্যপদ লাভ করে।
  • আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর সদস্যপদ লাভ করে 
  • ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর শেখ মুজিবুর রহমান সাধারণ পরিষদে প্রথম বাংলায় ভাষণ প্রদান করেন ।
Content added By

শান্তিরক্ষী মিশন ও বাংলাদেশ

1
  • জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী গঠিত হয়- ১৯৪৮ সালে ।
  • জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে- ১৯৮৮ সালে।
  •  জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশনের নাম- UN Truce Supervision Organization.
  • জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথম নারী শান্তিরক্ষী গ্রহণ হয় ২০০৭ সালে, লাইবেরিয়ায়।
  • আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়- ২৯ মে। 
  •  জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত- কোস্টারিকায়।
  •  প্রথম জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে- ১৯৮৮ সালে।
  • UNIIMOG শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ প্রথম বাহিনী পাঠায় (ইরাক-ইরান) সংঘাত নিরসনে ।
  • বাংলাদেশ প্রথম শান্তি রক্ষা কার্যক্রমে মহিলা সৈন্য পাঠায় তিমুরে ১৯৯৯ সালে।
  • বাংলাদেশ পুলিশ বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেয়- ১৯৮৯ সালে।
  • বাংলাদেশ নৌ-বিমান বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেয়- ১৯৯৩সালে। 
  •  জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের এশীয় কার্যালয় অবস্থিত- ঢাকায় ।
Content added By

মানবাধিকার ঘোষনাপত্র

0

মানবাধিকার সনদ (Universal Declaration of Human Rights) একটি ঘোষণাপত্র। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর পারিসে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারন পরিষদে এই ঘোষণা প্রদান করা হয়। প্রত্যেক মানুষের মানবাধিকার নিশ্চিতই এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

  • জাতিসংঘের মানবাধিকার চুক্তিটি হয়- ১৯৪৮ সালে। 
  •  চুক্তির অন্যতম কারণ- আরব-ইসরাইলের প্রথম যুদ্ধ (১৯৪৮)।
  • সার্বজনীন মানবাধিকার ঘোষণা হয়- ১০ ডিসেম্বর, ১৯৪৮ সালে ।
  • বিশ্ব মানবাধিকার দিবস- ১০ ডিসেম্বর।
  •  জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। 
  •  বিশ্বের সবচেয়ে বড় লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা- Amnesty International
  • Amnesty International প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে।
  •  বর্তমান বিশ্বের আলোচিত মানবাধিকার সংস্থা- Human Rights Watch (নিউইয়র্ক)
Content added By

জাতিসংঘে বাংলাদেশ

0
  • সদস্যপদ লাভের জন্য আবেদন করে- ১৯৭২ সালে, ২ বছর যাবৎ পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে ছিল ।
  • সদস্যপদ লাভ করে- ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর। 
  • যে অধিবেশনে সদস্য পদ লাভ করে- ২৯ তম অধিবেশনে ১৩৬তম সদস্যপদ লাভ করে ।
  • বাংলাদেশের সাথে যে দুটি দেশ সদস্যপদ লাভ করে- গ্রানাডা ও গিনি বিসাউ ।
  • জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি- এস. এ. করিম।
  • প্রথম নারী স্থায়ী প্রতিনিধি ছিলেন- ইসমত জাহান ।
  • জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি- রাবাব ফাতেমা।
  • CEDAW কমিটির প্রথম বাংলাদেশি সদস্য ছিলেন- সালমা খান ।
  • বাংলাদেশের পক্ষে সাধারণ পরিষদে সভাপতিত্ব করেন- হুমায়ূন রশীদ চৌধুরী (১৯৮৬ সালে)
  • বাংলাদেশ UNGA-এর অধিবেশনে ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করে- ১৯৮৬ সালে।
  • বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়- ২ বার; প্রথমবার (১৯৭৯-১৯৮০) সাল, দ্বিতীয়বার (২০০০-২০০১) সাল।
  • ২৯ তম অধিবেশনে শেখ মুজিবুর রহমান সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন- ১৯৭৪ সালে।
  • ফারাক্কা বিষয় প্রথম উত্থাপিত হয়- ১৯৭৬ সালে (৩১ তম অধিবেশনে)।
  •  উপমহাদেশ থেকে এ পর্যন্ত জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হন- হুমায়ুন রশীদ চৌধুরী, বিজয়লক্ষ্মী পন্ডিত ও স্যার জাফরুল্লাহ।
Content added By

জাতিসংঘের চাঁদার পরিমান

1
  • একটি দেশ সর্বোচ্চ চাঁদা দিতে পারে স্বীয় বাজেটের ২৫%
  • সর্বোচ্চ চাঁদা দেয় যুক্তরাষ্ট্র, তাদের মোট বাজেটের ২২% 
  • বাংলাদেশ প্রদান করে মোট বাজেটেরে- ০.০১%

 

Content added By

জাতিসংঘ প্রতিষ্ঠার সম্মেলন

1

জাতিসংঘ প্রতিষ্ঠার ১১ টি সম্মেলন

সম্মেলন

বিশেষত্ব

লন্ডন ঘোষণা (১৯৪১)

  •  জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ।
  •  লন্ডনের জেমস প্রাসাদে ঘোষণা করা হয়।
  • ঘোষণা করে ইউরোপের ৯টি দেশের প্রবাসী সরকার।

আটলান্টিক সনদ (১৯৪১)

  • জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম চুক্তি ও উদ্যোগ।
  • স্বাক্ষর করে- ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল এবং মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
  • এই সনদ স্বাক্ষরিত হয় 'প্রিন্সেস অব ওয়েলস' নামক ব্রিটিশ রণতরীতে।

ওয়াশিংটন ডিসি সম্মেলন (১৯৪২)

  • আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট জাতিসংঘের নামকরণ করেন
  • মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট, ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল, সোভিয়েত প্রতিনিধি লিটভিন এবং চীনের টি ভি মুগ্ধ জাতিসংঘ ঘোষনার দলিলে স্বাক্ষর করেন।

কাসাব্লাঙ্কা সম্মেলন (১৯৪২)

  • মরক্কোর অন্যতম শহর কাসাব্লাঙ্কা 
  • আফ্রিকার একমাত্র সম্মেলন।
  •  নাৎসিদের বিনা শর্তে আত্মসমর্পণে বাধ্য করাই এর মূল উদ্দেশ্য ছিল।

তেহরান সম্মেলন (১৯৪৩)

  •  ইরানের রাজধানী তেহেরানে অনুষ্ঠিত হয়।
  •  বিশ্বের সকল দেশকে সদস্য হওয়ার আহ্বান জানানো হয়।

মস্কো সম্মেলন (১৯৪৩)

  • সাবেক সোভিয়েত ইউনিয়ন ও বর্তমান রাশিয়ার রাজধানী মস্কো।
  •  Big-5 রাষ্ট্রের প্রধানরা মস্কোতে একত্রিত হন।
  •  ৭ দফা "Moscow Declaration" ঘোষনা করা হয়।

ভার্জিনিয়া সম্মেলন (১৯৪৩)

  • ভার্জিনিয়া আমেরিকার একটি অঙ্গরাজ্য।
  • বিশ্ব খাদ্য সংকট নিরসনে FAO গঠিত হয় ।

ব্রিটন উডস সম্মেলন (১৯৪৪)

  • IMF, IBRD & GATT (WTO) গঠনের সিদ্ধান্ত গ্রহণ।
  • ডলারকে আন্তর্জাতিক মুদ্রা ঘোষণা ।

ডাম্বারটন সম্মেলন (১৯৪৪)

  • নিরাপত্তা পরিষদ গঠন এবং ৫টি স্থায়ী সদস্য নির্ধারণ।
  • ১৯৪২ সালের United Nations Declaration টি UNO এ রূপান্তরিত।
  • নিরাপত্তা পরিষদ ও ECOSOC গঠনের সিদ্ধান্ত হয়।

ইয়ান্টা সম্মেলন (১৯৪৫)

  •  ইয়াল্টা শহর অবস্থিত – ইউক্রেনে।
  • ৫টি স্থায়ী দেশকে 'Veto' ক্ষমতা প্রদান ।
  •  Note: Veto ল্যাটিন শব্দ এর অর্থ "আমি ইহা মানি না ।

 

সানফ্রান্সিসকো সম্মেলন (১৯৪৫)

  •  জাতিসংঘ সনদ (১৯টি অধ্যায়) স্বাক্ষরিত হয় ২৬ জুন, ১৯৪৫ সালে।
  • সনদে স্বাক্ষর করেন সম্মেলনে উপস্থিত ৫০টি রাষ্ট্র।
  • পরবর্তীতে ১৫ অক্টোবর ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
  • ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে জাতিসংঘ সনদ কার্যকর করা হয়
  •  ২৪ অক্টোবরকে জাতিসংঘ দিবস বলা হয়।

 

 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

জাতিসংঘের ভাষা

0

জাতিসংঘের ভাষা

১. ইংরেজি 

২. রুশ

৩. ফরাসি

৪. চাইনিজ

৫. স্প্যানিশ

৬. আরবি

  • জাতিসংঘের মোট ভাষা - ৬টি
  • কার্যকরী ভাষা- ২টি (ইংরেজি ও ফরাসি) 
  • জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষার প্রস্তাব করা হয় - বাংলাকে।

 

Content added || updated By

জাতিসংঘের বিশেষায়িত সংস্থা

0
Please, contribute by adding content to জাতিসংঘের বিশেষায়িত সংস্থা.
Content

ব্রিটন উডস সম্মেলন

1

ব্রিটন উডস চুক্তিটি ১৯৪৪ সালের জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রিটন উভসে অনুষ্ঠিত জাতিসংঘের মুদ্রা ও আর্থিক সম্মেলনে সম্পাদিত হয়। ব্রিটন উডস চুক্তি একটি নতুন পদ্ধতি প্রতিষ্ঠা করেছিল যন্ত্র মাধ্যমে স্বর্ণকে সর্বজনীন মান হিসাবে ব্যবহার করে একটি নির্দিষ্ট মুদ্রা বিনিময় হার তৈরি করা যায়।

  • ব্রিটন উডস সম্মেলনটি হয়- ১৯৪৪ সালে। 
  • সদর দপ্তর ওয়াশিংটন ডি. সি (যুক্তরাষ্ট্র)।
  •  সদস্যপদ প্রত্যাহারকারী একমাত্র দেশ কিউবা।
  • যে সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়- ব্রিটন উত্স সম্মেলনের মাধ্যমে।
  • ব্রিটন উডস ইনস্টিটিউশন বলতে বুঝায়- ২ টি প্রতিষ্ঠানকে যথা: WB (IBRD) + IMF
Content added By

বিশ্বব্যাংক গ্রুপ

0
  • প্রতিষ্ঠিত হয় ১৯৪৪ সালে।
  •  বিশ্বব্যাংক গ্রুপকে বলা হয়- Five Institutions, One Group.
  • ৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে বিশ্বব্যাংক গ্রুপ গঠিত :

IBRD (1944)

IFC (1956)

IDA (1960)

ICSID (1966)

MIGA (1988)

Content added || updated By
Promotion