ঝুঁকি ও মুনাফার হার (নবম অধ্যায়)

একাদশ- দ্বাদশ শ্রেণি - ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র | - | NCTB BOOK
211
211
Please, contribute by adding content to ঝুঁকি ও মুনাফার হার.
Content

# বহুনির্বাচনী প্রশ্ন

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

সামিট লি. এর বিটা ১.২, বাজার আয়ের হার ১৫%। বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বিলের আয়ের হার ৫%। অন্যদিকে আতিয়া লি. এর প্রয়োজনীয় আয়ের হার ১৫%।

সামিট লি. এর প্রয়োজনীয় আয়ের হার কম
আতিয়া লি. এর প্রয়োজনীয় আয়ের হার বেশি
সামিট লি. এর বাজার ঝুঁকি কম
আতিয়া লি. এর বাজার ঝুঁকি কম
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

ট্রেজারি বন্ডের আয়ের হার ৪% এবং বাজার আয়ের হার ৯%। অপরিহারযোগ্য ঝুঁকি ১.৩৫।

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

জনাব আতিক নরসিংদী জেলার মাধবদী বাজারে কাপড়ের ব্যবসায় আগ্রহী। সকল প্রকার সিদ্ধান্ত গ্রহণের পর তিনি উপলব্ধি করলেন যে, তার নিজের গচ্ছিত তহবিল ব্যবসায় আরম্ভ করার জন্য পর্যাপ্ত নয়। অতঃপর তিনি রূপসা ব্যাংকের নিকট হতে ঋণ গ্রহণের জন্য আবেদন করলেন। ব্যাংক তার মোট মূলধনের ৫০ শতাংশ অর্থ ব্যাংক ঋণ হিসেবে প্রদান করে। অবশেষে তিনি সেই মূলধনের অর্ধেক ও নিজের গচ্ছিত তহবিল হতে অর্থ সংগ্রহ করে ব্যবসায় আরম্ভ করেন। 

Promotion