টেরিডোফাইটার বৈশিষ্ট্য

একাদশ- দ্বাদশ শ্রেণি - জীববিজ্ঞান - জীববিজ্ঞান প্রথম পত্র | | NCTB BOOK
13

টেরিডোফাইটা বা ফার্নবর্গীয় উদ্ভিদঃপক্ষল বা ডানাবিশিষ্ট উদ্ভিদ গোষ্ঠীকে Pteridophyta বলে। Pteron অর্থ পক্ষল বা ডানা এবং Phyton অর্থ উদ্ভিদ থেকে Pteridophyta শব্দের উৎপত্তি। এদের ফার্ন বর্গীয় উদ্ভিদ ও বলা হয়।এদের দেহে ভাস্কুলার ক্রিপটোগ্যামাস থাকে।অপুষ্পক উদ্ভিদের মধ্যেএরা সবচেয়ে উন্নত।পৃথিবীতে এর ৪০০ টি গণের ১০,০০০টি প্রজাতি রয়েছে।বাংলাদেশে ৪১ টি গোত্রের ১৯৫ টি টেরিডোফাইটা রয়েছে। এরা পরাশ্রয়ী।তবে কিছু প্রজাতি ভাসমান জলজ ও আর্দ্র স্থলজ পরিবেশে জন্মায়।

টেরিডোফাইটার বৈশিষ্ট্যঃ
*এরা অপুষ্পক, অবীজী উদ্ভিদ। 
*এদের প্রধান দেহটি স্পোরোফাইট বা রেণুধর অথ্যাৎ ডিপ্লয়েড(2n)।
*এদের দেহ মূল,কান্ড ও পাতায় বিভক্ত। 
*এরা স্বাধীন এবং বীরুৎ প্রকৃতির(ট্রি ফার্ন ছাড়া)। 
*দেহ জাইলেম ও ফ্লোয়েম দিয়ে গঠিত ভাস্কুলার বান্ডল দিয়ে গঠিত।
*এদের জননাঙ্গ বন্ধ্যাকোষের আবরণ দিয়ে আবৃত
*এদের স্ত্রী গ্যামেট নিশ্চল বা আর্কিগোনিয়াম উৎপন্ন হয় এবং সচল পুং গ্যামেট বা অ্যান্থেরিডিয়াম উৎপন্ন হয়। 
*স্পোরোফাইটে স্পোর উৎপন্ন হয় যা হোমোস্পোরাস বা হিটারোস্পোরাস হতে পারে।
*জীবনচক্রে সুনির্দিষ্ট হিটারোমরফিক জনুক্রম বিদ্যমান।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

থ্যালোফাইটা (Thallophyta)
ব্রায়োফাইটা (Bryophyta)
টেরিডোফাইটা (Pteridophyta)
স্পারমাটোফাইটা (Spermatophyta)
হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবিস্তার ঘটে
জাইগোটে মায়োসিস হয়ে
এদের কোষ প্রচীর কাইটিন দিয়ে গঠিত
এদের ফটোসিনথেটিক পিগমেন্ট আছে
Promotion