পটুয়াখালী জেলা

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী | | NCTB BOOK
6
  • পায়রা নদীর তীরে অবস্থিত।
  • দেবেন্দ্র নাথ দত্তের "পটুয়ার খান" কবিতা থেকে এর নামের উৎপত্তি।
  • পটুয়াখালী চন্দ্রদ্বীপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল।
  • পটুয়াখালী জেলার কলাপাড়া থানার খেপুপাড়ায় বাংলাদেশের ২য় বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটা অবস্থিত।
  • কুয়াকাটাকে বাংলাদেশের সাগরকন্যা বলা হয়। এর দৈঘ্য ১৭/১৮ কি.মি প্রস্থ ৩ কি.মি।
  • বাংলাদেশের তৃতীয় সমুদ্রবন্দর (পায়রা বন্দর) কলাপাড়া উপজেলার রাবনাবাদ ।
  • কুয়াকাটা বিশ্বের অন্যতম দুটি সমুদ্র সৈকতের একটি যেখানে সূর্যাস্ত ও সূর্যোদয় উপভোগ করা যায় (অন্যটি ওসাক জাপান)
Content added By
Promotion