পরিপূরক জিন

একাদশ- দ্বাদশ শ্রেণি - জীববিজ্ঞান - জীববিজ্ঞান দ্বিতীয় পত্র | NCTB BOOK

পরিপূরক জিন (Complementary Gene) - ফিনোটাইপিক অনুপাত ৯ : ৭ (ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়। তখন জিনদুটিকে পরস্পরের পরিপুরক জিন বলে এবং এ অবস্থাকে সহপ্রকটতা বলা হয়।

Lathyrus odoratus নামক মিষ্টি মটর উদ্ভিদে সাদা ফুলবিশিষ্ট দুটি আলাদা স্ট্রেইন (strain) পাওয়া যায়। এই স্ট্রেইনদুটির মধ্যে সংকরায়ণ করলে F। জনুর সব উদ্ভিদের ফুল বেগুনি হয়। কিন্তু F2 জনুতে বেগুনি ও সাদা ফুলের অনুপাত দাঁড়ায় ৯ : ৭।

 

Content added || updated By
অসম্পূর্ণ প্রকটতা
ঘাতক জিন
পরিপূরক জিন
এপিস্ট্যাসিস

আরও দেখুন...

Promotion

Promotion