প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স

একাদশ- দ্বাদশ শ্রেণি - জীববিজ্ঞান - জীববিজ্ঞান দ্বিতীয় পত্র | | NCTB BOOK
8

প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স ( Reflexes)

রিফ্লেক্স বা প্রতিবর্তী হচ্ছে উদ্দীপনার প্রতি সাড়া দেওয়ার সরলতম ধরন। একটি সরল উদ্দীপনার প্রতিও প্রতিবর্তীর মাধ্যমে দেহ বা দেহের কোন অংশ দ্রুত স্বয়ংক্রিয় সাড়া দেয়। প্রতিবর্তী হচ্ছে জটিল আচরণের সরলতম একক। এগুলো স্বয়ংক্রিয় অনৈচ্ছিক ও স্টেরিওটাইপড (stereotyped) ধরনের [স্টেরিওটাইপ অর্থ হচ্ছে কোনো কাজের অপরিবর্তনীয় পুনরাবৃত্তি হওয়া]। সাধারণত দেহের একটি অংশ এতে জড়িত থাকে। এটি উদ্দীপনার মাধ্যমে অবিরাম নিয়ন্ত্রিত হয় না। যেহেতু স্নায়বিক প্রক্রিয়ার ফলশ্রুতি, রিফ্লেক্স তাই উৎপত্তিগতভাবে সহজাত। একটি রিফ্লেক্স সরাসরি উদ্দীপনা শক্তির সমানুপাতিক অর্থাৎ উদ্দীপনা যত শক্তিশালী হবে সুপ্তকাল (latent period) হবে তত কম, অন্যদিকে দুর্বল উদ্দীপনায় সুপ্তকাল হার কম উদ্দীপনা প্রয়োগ ও এর ফলাফলের মধ্যকার সময়কালটি সুপ্তকাল।

রিফ্লেক্সের প্রকারভেদঃ অনেক ধরনের হলেও সমস্ত রিফ্লেক্সকে প্রধানত দুধরনের রিফ্লেক্সের অন্তর্ভুক্ত করা যায় ঃ

টোনিক রিফ্লেক্স (Tonic reflex) : এ ধরনের রিফ্লেক্সে সৃষ্ট সাড়া দীর্ঘস্থায়ী হয়। পেশির দৃঢ়তা, ভঙ্গি ও ভারসাম্য নিয়ন্ত্রণে এ রিফ্লেক্স জড়িত থাকে ।

ফেজিক রিফ্লেক্স (Phasic reflex) : এ ধরনের রিফ্লেক্সে সৃষ্ট সাড়া ক্ষণস্থায়ী হয়। শরীর বাঁকানোর সময় এ রিফ্লেক্স জড়িত থাকে।

Content added By
Promotion