বায়ুমন্ডল

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
1

ভূপৃষ্ঠের চারপাশে বেষ্টন করে যে বায়ুর আবরণ আছে, তাকে বায়ুমণ্ডল বলে। বায়ুমণ্ডলের গভীরতা প্রায় ১০,০০০ কিলোমিটার। বায়ুমণ্ডলের স্তরসমূহ- চারটি। যথা: ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল ও তাপমণ্ডল।

  • তাপমণ্ডল মূলত আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার ও ম্যাগনিটোস্ফিয়ার নিয়ে গঠিত 
  • ভূ-পৃষ্ঠের নিকটতম বায়ু স্তরকে বলে- ট্রপোমণ্ড
  • আবহাওয়া ও জলবায়ুজনিত যাবতীয় প্রক্রিয়ার বেশির ভাগ বায়ুমণ্ডলের যে স্তরে ঘটে- ট্রপোমণ্ড 
  • ওজোন (O3) স্তর বায়ুমণ্ডলের যে স্তরে অবস্থিত- স্ট্রাটোমণ্ডল। 
  • বেতার তরঙ্গ প্রতিফলিত হয়- আয়নোস্ফিয়ারে ।
  • বায়ুমণ্ডলের যে স্তরে উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া গিয়েছে- আয়নোমণ্ডলের ঊর্ধ্বস্তরে । 
  • মেরুজ্যোতি বা অরোরা হচ্ছে- মেরু এলাকায় রাতের আকাশে দৃশ্যমান উজ্জ্বল রঙিন আলোর দীপ্তি । 
  •  মেরুজ্যোতির কারণ- আবহাওয়া মণ্ডলের উচ্চতম স্তরে বৈদ্যুতিক বিচ্যুতিন ।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

স্টপোমন্ডল
আয়নোমন্ডল
স্ট্রাটোমন্ডল
এক্সোস্ফিয়ার
আয়োনস্ফিয়ার
ওজোনস্ফিয়ার
এ্যাটমোস্ফিয়ার
স্ট্যাটোস্ফিয়ার
Promotion