বায়োম

একাদশ- দ্বাদশ শ্রেণি - জীববিজ্ঞান - জীববিজ্ঞান প্রথম পত্র | | NCTB BOOK
14

বায়োম

ক. তুন্দ্রা বায়োমঃ 

১। এ অঞ্চলে সারা বছর বরফ দ্বারা আবৃত থাকে । 

২। গ্রীষ্মকালে তাপমাত্রা ৯°C এর বেশি হয় না এবং শীতকালে তাপমাত্রা 0°C এর নিচে নেমে আসে।

৩। এখানে বছরে ছয় মাস দিন ও ছয় মাস রাত থাকে। 

৪ । সুমেরু ও কুমেরু নিয়ে এ মেরুমণ্ডল গঠিত

বসবাসকারী প্রাণি ও উদ্ভিদঃ ঘাস, মস, লাইেেকন, বল্লা, হরিণ, নেকড়ে, খরগোশ, পেচা, বাজপাখি প্রভৃতি।

খ. মরুভূমির বায়োমঃ

১। এই অঞ্চল অতি উষ্ণ।

২। এখানে স্থায়ী অথবা সাময়িকভাবে প্রবাহিত জলাশয় অনুপস্থিত।

৩। এ অঞ্চলে বাতাসে আর্দ্রতা না থাকায় সূর্যরশ্মি মাটিতে পড়ে ফলে তাপমাত্রা অনেক উচ্চতায় পৌঁছায় ।

 ৪। মরুভুমির প্রাণীরা রাতে চলাচল করে ।

বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীঃ কাঁটা ঝোপ, রসালো ক্যাকটাস, খেজুর, ইঁদুর, গিরগিট, র‍্যাটল সাপ প্রভৃতি।

গ. তৃণভূমির বায়োমঃ 

১। এ বায়োমের বার্ষিক গড় বৃষ্ণিপাত ২৫-৭৫ সে.মি. । 

২। এখানকার মাটি হিউমাস সমৃদ্ধ হওয়ায় ঘাস জাতীয়

উদ্ভিদ উৎপাদনের জন্য বিশেষ উপযোগী ।

৩। ঘাসের পাতা খাড়া ও সুরু হওয়ায় প্রস্বেদন কম হয় ।

৪ । বৃষ্টিপাত কম হওয়ায় মাটির উর্বরতা অক্ষুণ্ণ থাকে।

বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীঃ ঘাস, গুল্ম জাতীয় উদ্ভিদ, গম, যব, রাই, জেব্রা, নেকড়ে, এন্টিলোপ, ঘাসফড়িং, মৌমাছি, চড়ুই, পেচা প্রভৃতি।

ঘ. পর্ণমোচী অরণ্যের বায়মঃ 

১। শীতকালে বনাঞ্চলের উদ্ভিদের পাত ঝারে যায়। যথেষ্ট বৃষ্টিপাত হয় ।

২। এ অঞ্চল নাতিশীতোষ্ণ, 

৩। এ অঞ্চলের প্রাণীদের অনেকেই গর্তে বাস করে।

৪ । এখানে ঋতুচক্র উপস্থিত।

বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীঃ পর্ণমোচী উদ্ভিদ (সাধারণত ম্যাপল ও এক) হরিণ, কাঠবিড়ালী, বনবিড়ালী, সাপ, উদ প্রভৃতি।

ঙ. সাভানা বায়োমঃ 

১। এ অঞ্চলে দাবানল, ভূমিধঊমি রূপ প্রকৃতির। 

২। এখানে উচ্চ তাপমাত্রা বিদ্যমান ।

৩। এখানে বৃষ্টির পরিমাণ কম। 

৪ । বছরে ১০০-১৫০ সে.মি. বৃষ্টিপাত হয়।

বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীঃ ঘাস, গুল্ম ও জোপঝাড় জাতীয় উদ্ভিদ, বাবলা, তাল জাতীয় উদ্ভিদ, ক্যাঙ্গারু, হাতি, সিংহ, সাপ, উইপোকা প্রভৃতি।

চ. ক্রান্তীয় বা প্রপিক্যাল বায়োমঃ

১। এখানে বৃষ্টিপাত প্রায় সারা বছরই হয়।

২। এ ধরনের বনাঞ্চল ঘন চিরহরিৎ এবং নানা প্রকার বড় বড় বৃক্ষ সমৃদ্ধ।

৩। প্রচুর বৃষ্টিপাতের ফলে মাটি ভেজা ও স্যাঁতসেঁতে থাকে । 

৪। উদ্ভিদের বৃদ্ধি হয় বছরব্যাপী।

বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীঃ পরাশ্রয়ী উদ্ভিদ, পরজীবী উদ্ভিদ, চিরহরিৎ ও পর্ণমোচী বৃক্ষ, বানর, বিভিন্ন প্রকার পাখি, উভচর, কীটপতঙ্গ, ঝোঁক, শামুক, পিপীলিকা উইপোকা, বিছা প্রভৃতি।

ছ. তৈগা বায়োমঃ 

১। উপমেরু দেশীয়, সংক্ষিপ্ত ও শীতল গ্রীষ্মকাল ।

২। দীর্ঘ ও অতিশীতল শীতকাল । 

৩। শীতকালে বরফপাত হয়।

বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীঃ সরলবর্গীয় চিরহরিৎ বৃক্ষ (পাইন, ফার, স্পুস ইদ্যাদি), শিয়াল, ভালুক প্রভৃতি।

জ. চ্যাপারাল বায়োমঃ 

১। শীতলকালে প্রচুর বৃষ্টিপাত। 

২। দীর্ঘ উত্তপ্ত বা শুষ্ক গ্রীষ্মকাল ।

বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীঃ কাটা ঝোপ, শক্ত বীরুৎ জাতীয় উদ্ভিদ, ক্ষুদ্র ক্ষুদ্র চিরহরিৎ বৃক্ষ।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

বায়ুমন্ডল
জীবাশ্ম জ্বালানি
সামুদ্রিক সেডিমেন্টস
জীবিত অর্গানিজম
সাভানা বায়োম
তুন্দ্রা বায়োম
বনভূমির বায়োম
তৃণভূমির বায়োম
Promotion