বিজ্ঞান সংক্রান্ত পরিভাষা

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK
80
80
  • এনটোমোলজি (Antomology): ও পোকামাকড় ও কীটপতঙ্গ সম্বন্ধীয় বিদ্যা।
  • অ্যানাটমি (Anatomy): ও অঙ্গসংস্থান সম্পৰ্কীয় বিজ্ঞান।
  • এপিকালচার (Apiculture): মৌমাছি পালন বিদ্যা। 
  • এভিকালচার (Aviculture ) : পাখি পালন বিদ্যা।
  • কসমোলজি (Cosmology): বিশ্বজগতের প্রকৃতি, সৃষ্টি এবং ইতিহাস বিষয়ক বিজ্ঞান। 
  • ইকোলজি (Ecology): পরিবেশের সাথে জীবদেহের সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞান (বাস্তুবিদ্যা)।
  • ইভোলিউশন (Evolution): প্রাণিজগতের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কিত বিজ্ঞান।
  • হার্পেটোলজি (Herpetology): সরীসৃপ-সংক্রান্ত বিদ্যা।
  • হর্টিকালচার (Horticulture): উদ্যান পালন বিদ্যা।
  • হাইজিন (Hygiene ): স্বাস্থ্য-বিজ্ঞান।
  • মেটিয়রলজি (Meteorology): আবহাওয়া বিজ্ঞান।
  • অপটিকস (Optics): আলোক বিজ্ঞান।
  • ফিল্যাটেন্সি (Philately) : ডাকটিকেট সম্পর্কিত বিদ্যা।
  • ফিলোলজি (Philology) : ভাষা সম্বন্ধীয় বিদ্যা।
  • ফনিটি (Phonetices): ধ্বনিতত্ত্ব বা ধ্বনি সম্পর্কিত বিদ্যা।
  • পিসিকালচার (Pisciculture): মৎস্য চাষ সম্বন্ধীয় বিদ্যা। 
  • সিসমোলজি (Seismology) : ভূ-কম্পন বিষয়ক বিদ্যা।
  • সেরিকালচার (Sericulture) : রেশম পোকার চাষ সম্পর্কিত বিদ্যা।
Content added By
Promotion