বুকার পুরস্কার

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
2
  • বুকার পুরস্কার যুক্তরাজ্যের সর্বোচ্চ সাহিত্যে পুরস্কারের নাম ।
  • পুরস্কারটি প্রবর্তিত হয়- ১৯৬৯ সালে।
  • প্রবর্তক- যুক্তরাজ্যের বুকার ম্যাক কোলেন কোম্পানি।
  • বর্তমান অর্থমূল্য- ৫০ হাজার পাউন্ড
  • সালমান রুশদি 'মিডনাইটস চিলড্রেন' গ্রন্থের জন্য বুকার অব বুকারস পুরস্কার লাভ করেন পুরস্কার প্রাপ্তির শর্তাবলী- লেখককে অবশ্যই কমনওয়েলথভুক্ত দেশ হতে হবে এবং উপন্যাসটি রচিত হতে হবে ইংরেজি ভাষায়।

 

Content added By
Promotion