নতুন কোনো ধারণা বা চিন্তা নিয়ে ব্যক্তি বা ব্যক্তিবর্গ যখন কোনো ব্যবসায় শুরুর প্রয়াস চালায় তাকে ব্যবসায় উদ্যোগ বলে। ব্যবসায় অন্যান্য উপজীবিকা থেকে ভিন্নতর। এর উদ্দেশ্যও অন্যান্য কাজ থেকে আলাদা। তাই ব্যবসায় উদ্যোগ অন্যান্য উদ্যোগ থেকে প্রকৃতিগতভাবেই ভিন্ন প্রকৃতির । নিম্নে এর প্রধান বৈশিষ্ট্যসমূহ তুলে ধরা হলো :
১. মুনাফা অর্জন সংশ্লিষ্ট (Relatedness with profit) : উদ্যোগ যে কোনো কল্যাণকর ও ইতিবাচক দিকের সাথে সম্পর্কযুক্ত হলেও ব্যবসায় উদ্যোগ বিশেষভাবে মুনাফা অর্জন সংশ্লিষ্ট। এরূপ উদ্যোগ গ্রহণের মাধ্যমে উদ্যোক্তা আত্মকর্মসংস্থানের পাশাপাশি মুনাফা অর্জনের মাধ্যমে জীবিকা অর্জন ও সাফল্য লাভের প্রয়াস চালায়।
২. ঝুঁকি ও অনিশ্চয়তার আধিক্য (Excessiveness of risk and uncertainty) : গতানুগতিক ব্যবসায়ে ঝুঁকি স্বভাবতই কম থাকে । কারণ এক্ষেত্রে পূর্বেই ভবিষ্যৎ অনিশ্চয়তা কমবেশি মূল্যায়ন করা যায় । কিন্তু নতুন চিন্তা ও ধারণা নিয়ে যখন কেউ ব্যবসায়ে নামে তখন তার সম্ভাবনা ও সমস্যাগুলোকে আগাম সেভাবে মূল্যায়ন করা যায় না। সে কারণে দেখা যায় ব্যবসায় উদ্যোগ অনেক সময়ই বিফল হয়।
৩. নতুন ধারণার সাথে সম্পর্কযুক্ত (Relatedness with new idea) : নতুন ধরনের ব্যবসায়, নতুন পণ্য বা সেবা, নতুন প্রক্রিয়া বা পদ্ধতি, নতুন বাজার ইত্যাদি বিষয়কে সামনে রেখে ব্যবসায় উদ্যোগ গ্রহণ করা হয় । এই নতুনত্বের পিছনে উদ্যোক্তার সৃজনশীলতা কাজ করে। ব্যবসায় উদ্যোগ সে বিচারেই গতানুগতিক ব্যবসায় গঠনের চেয়ে ভিন্নতর ।
৪. কৃতিত্ব অর্জনে বিশেষ সম্মান লাভ (Gaining special honour for achievment) : মানুষ বিভিন্ন ভাবেই জীবনে সাফল্য বা উন্নতি লাভ করতে পারে। কিন্তু সর্বত্রই কৃতিত্ব অর্জনের মধ্য দিয়ে বিশেষ সম্মান লাভ ঘটে না । একটা এলাকায় নতুন এক ধরনের ব্যবসায় গড়ে তুলে কেউ যদি সাফল্য লাভ করে বা কোনো ব্যবসায়ীর নতুন উদ্যোগ সফল হয় তখন তার যোগ্যতার স্বীকৃতি মেলে ও তার বিশেষ সম্মান লাভ ঘটে । প্রয়াত রণদা প্রসাদ সাহা, মরহুম জহুরুল ইসলাম সেই কৃতিত্বের বলেই আমাদের মাঝে টিকে থাকবেন অনেকদিন ।
৫. সাফল্যের ইতিবাচক ফল যথেষ্ট (Sufficiency of positive result for success) : ব্যবসায় উদ্যোগ সফল হলে তা উদ্যোক্তার মধ্যে ব্যাপক অনুপ্রেরণা ও উৎসাহের জন্ম দেয় । তদুপরি তার উদ্যোগ সর্বত্র প্রশংসিত হওয়ায় তা তাকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করে । তার সাফল্য ধাপে ধাপে তাকে বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান গঠনের দিকে নিয়ে যায়। তাকে দেখে অনেকেই নতুন উদ্যোগ নিতে অনুপ্রাণিত হয় । অর্থাৎ ব্যবসায় উদ্যোগের সফলতা ব্যক্তির সাথে দেশ ও দশের জন্যও ব্যাপক কল্যাণ বয়ে আনে ।
৬. উদ্যোগ গতানুগতিক ব্যবসায় কর্মকাণ্ড নয় (Entrepreneurship is not traditional business activities): ব্যবসায় উদ্যোগ গতানুগতিক ব্যবসায় গঠন থেকে ভিন্ন কিছু । বাবার ব্যবসায়ে পুত্র বসা শুরু করলো, অনেক চালের ব্যবসায়ীর মাঝে একজন চালের ব্যবসায় শুরু করলো- এগুলো ব্যবসায় উদ্যোগের মধ্যে পড়ে না। যখন কেউ নতুন পণ্য, সেবা, পদ্ধতি ইত্যাদি নিয়ে বাজারে নামে তখন তাকে অনেক বেশি চিন্তা ও পরিশ্রম করতে হয় এবং ঝুঁকি নিতে হয়। সাফল্যার্জনে তার আগ্রহ ও চেষ্টা থাকে ভিন্নতর ।