রোহিঙ্গা সমস্যা

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
1

রোহিঙ্গা সমস্যা বর্তমান বিশ্বের অন্যতম একটি আলোচিত সমস্যা বর্তমানে পৃথিবীর সর্ববৃহৎ উদ্বাস্ত জনসংখ্যা হলো- রোহিঙ্গা। মায়ানমারের আরাকান বা রাখাইন প্রদেশে বসবাসকারী মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গা নামে পরিচিত। তবে মায়ানমান তদের নিজ জাতিগোষ্ঠী হিসেবে স্বীকার করে না। রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করা হয়- ১৯৮২ সালে। আরসা মায়ানমারের রোহিঙ্গাদের একটি সশস্ত্র সংগঠন।

  • রোহিঙ্গাদের বাংলাদেশি নাম- Displaced People of Myanmar,
  • আরসা প্রতিষ্ঠিত হয়- ২০১৩ সালে।
  • প্রতিষ্ঠাতা- আবু আম্মার জুনুনি আতাউল্লাহ । =
  • মায়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন।
  • আরসা বলতে বুঝায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি।
  • আরসাকে পূর্বে বলা হত Faith Movement.
  • স্থানীয়ভাবে আরসা পরিচিত "হারাকাত আল ইয়াকিন" নামে।
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস
ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট
ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস
এ্যাডহক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল অন মিয়ানমার
মিয়ানমারের একটি জাতিগোষ্টী
পূর্ব মিয়ানমারের জনগন
থাইল্যান্ডের একটি জাতিগোষ্টী
কোনটিই নয়
মিয়ানমারের একটি জাতিগোষ্ঠি
পূর্ব মিয়ানমারে বসবাসকারি জনগণ
থাইল্যান্ডের একটি জাতিগোষ্ঠি
কোনটিই নয়
Promotion