সমাজ বিজ্ঞান

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী | | NCTB BOOK
2
  • সমাজবিজ্ঞানের জনক- ফরাসি দার্শনিক অগাস্ট কোঁৎ।
  • সমাজবিজ্ঞান- বিজ্ঞানের যে শাখা মানবাচরন ও সমাজ সম্পর্কে পঠন-পাঠন এবং গবেষণা করে তাই সমাজবিজ্ঞান।
  • সমাজবিজ্ঞান একমাত্র বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যায়ন করে" সংজ্ঞাটি- ম্যাকাইভারের
  • সমাজবিজ্ঞান প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন- অগাস্ট কোঁৎ।
  • "sociology" শব্দটি কোন ২ টি শব্দ থেকে এসেছে? ল্যাটিন শব্দ 'socius' এবং গ্রিক 'logos' শব্দ থেকে এসেছে
  • 'Socius' শব্দের অর্থ- সঙ্গী।
  • সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান" সংজ্ঞাটি- ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইমের।
  • 'economy and society' গ্রন্থটির রচয়িতা- ম্যাক্স ওয়েবার।
  • the republic' গ্রন্থটির রচয়িতা- গ্রিক দার্শনিক প্লেটো।
  • "The prince' গ্রন্থটির রচয়িতা- ইতালিয়ান চিন্তাবিদ নিকোলো ম্যাকিয়াভেলি।
  • 'the spirit of laws' গ্রন্থটির রচয়িতা- ফরাসি দার্শনিক মন্টেস্কু।
  • the new science' গ্রন্থটির রচয়িতা- ইতালিয়ান দার্শনিক ভিকো
  • সমাজবিজ্ঞানের আদি জনক- মুসলিম দার্শনিক ইবনে খালদুন।
  • "sociology' শব্দটি সর্বপ্রথম কত সালে ব্যবহার করা হয়- ১৮৩৯ সালে।
  • ইবনে খালদুন সামাজিক ঘটনাবলির ব্যাখ্যা করতে গিয়ে কোন প্রত্যয়টি ব্যবহার করেন- আল-উমরান।
  • 'socius' শব্দটির অর্থ- পারস্পরিক বন্ধুত্ব বা সহযোগিতা ।
  • সমাজ উৎপত্তির সবচেয়ে প্রাচীন মতবাদ-ঐশ্বরিক মতবাদ ।
  • এমিল ডুর্খেইম কয় ধরনের সমাজের উল্লেখ করেছেন- ৪ ধরনের ।
  • সংস্কৃতি হলো- মানুষ জীবনযাপন করতে গিয়ে যা কিছু করে তাকে সংস্কৃতি বলে।
  • 'Civilization' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন- ফরাসি দার্শনিক ভলতেয়ার।
  • সভ্যতার মূল চালিকাশক্তি- সংস্কৃতি ।
  • প্রাথমিক দলের সদস্যদের মধ্যে বৈশিষ্ট্য গুলি- পারস্পরিক ঘনিষ্ঠ, নিবিড় ও মুখোমুখি সম্পর্ক বিদ্যমান থাকে
  • অন্তর্গোষ্টী কী- যে গোষ্ঠীতে কোনো ব্যক্তি নিজে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত থাকে তাকে অন্তগোষ্ঠী বলে ।
  • সংঘ- এটা হলো এমন একটি জনসমষ্টি যারা কিছু সাধারণ উদ্যেশ্য সাধনের জন্য একত্রিত হয় ও স্বীকৃত নিয়ম কানুন অনুসারে পরিচালিত হয় তাকে সংঘ বলা হয়।
  • সম্প্রদায়ের মৌলিক ভিত্তি- এলাকা ও সম্প্রদায়গত মানসিকতা ।
  • ম্যাকাইভারের মতে সম্প্রদায়ের ভিত্তি কয়টা- ২ টি
  • প্রথা হলো- সামাজিক আচরণের অভ্যাসলব্ধ পদ্ধতিই হচ্ছে প্রথা।
  • লোকরীতি কী- লোকরীতি হচ্ছে সমাজের আদর্শ বা মানসম্মত আচরণ যা সমাজের সদস্যদের অবশ্য পালনীয় ।
  • সমাজবিজ্ঞানের অন্যতম কেন্দ্রীয় প্রত্যয়- সমাজ কাঠামো ।
  • সমাজকাঠামোর ধারনাটি সর্বপ্রথম ব্যবহার করেন- ইংরেজ সমাজবিজ্ঞানী হাবার্ট স্পেন্সার।
  • সামাজিক গতিশীলতাকে কয়ভাগে ভাগ করা যায়- ২ ভাগে
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

হার্বাট স্পেন্সার
কার্ল মার্কস
ট্যালকট পারসল
ভিলফ্রেডো প্যারোটা
Promotion