সার্ক সাহিত্য পুরস্কার

সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী - সার্ক সাহিত্য পুরস্কার
  •  পুরস্কারটি প্রবর্তন করা হয়- ২০০১ সাল থেকে।
  • পুরস্কারটির প্রবর্তক- ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার।
  • প্রথম সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন- কবি শামসুর রাহমান (বাংলাদেশ)
  • পুরস্কার প্রাপ্ত আরো কয়েকজনঃ মহাশ্বেতা দেবী, জয়ন্ত মহাপাত্র, অভি সুবেদী, মার্ক টালি, সীতাকান্ত মাহাপাত্র, উদয় প্রকাশ, সুমন পোখরেল এবং অভয়। 
  • নেপালী কবি, গীতিকার এবং অনুবাদক সুমন পোখরেল একমাত্র লেখক হিসেবে সার্ক সাহিত্য পুরস্কার দুইবার পেয়েছেন। 
  • ২০১৯ সালে সার্ক সাহিত্য পুরস্কার পেয়েছেন বাংলা একাডেমির সভাপতি আনিসুজ্জামান। 
  • ২০২৩ সালে সার্ক সাহিত্য পুরস্কার পান বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। 

 

Content added || updated By
Promotion