hsc

সেমিমাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত যন্ত্রপাতি

একাদশ- দ্বাদশ শ্রেণি - রসায়ন - রসায়ন- প্রথম পত্র | | NCTB BOOK
5

সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতির যন্ত্রপাতি সমূহসেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে যন্ত্রপাতি দাম কম এবং ব্যয়ও কম হয়। এই পদ্ধতিতে ব্যবহৃত যন্ত্রপাতি গুলো নিম্নরূপঃ


১. 4cc(75x10mm) বা 8cc(100x12mm) আয়তনের পাইরেক্স টেস্টটিউব ব্যবহার করা হয়।

২. 3cc(76x11mm) আয়তনের সরু তলাবিশিষ্ট সেন্ট্রিফিউজ নল ব্যবহার করা হয়।

৩. 30ml, 60ml, 125ml আয়তনের বিন্দুপাতি নলযুক্ত বিকারক বোতল ব্যবহার করা হয়।

৪. 12cm লম্বা ক্ষুদ্রাকৃতির নিকেলের তৈরি স্প্যাচুলা ব্যবহার করা হয়।

৫. সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে 250ml আয়তনের ওয়াটার বাথ ব্যবহার করা হয়।

৬. 20cm লম্বা এবং 5mm ব্যাসের কাচ নলের এক প্রান্ত পুড়িয়ে ড্রপিং টিউব তৈরি করা হয়।

৭. হস্তচালিত এবং বিদ্যুৎ চালিত দুই ধরনের সেন্ট্রিফিউজ যন্ত্র ব্যবহার করা হয়। একটি টেস্টটিউবে পরীক্ষণীয় বস্তু এবং অন্য টেস্টটিউবে সমআয়তনের পানি নিয়ে সেন্ট্রিফিউজ যন্ত্রকে ঘোরানো হয়। এভাবে কিছুক্ষণ ঘোরালে টেস্টটিউবে পরীক্ষণীয় বস্তুর অধঃক্ষেপ সৃষ্টি হয়।

৮. 50ml, 100ml, 200ml,250ml আয়তনের পাইরেক্স দ্বারা তৈরি বিকার ব্যবহার করা হয়।

৯. সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে সাধারণত 25ml, 50ml আয়তনের ব্যুরেট ব্যবহার করা হয়।

১০. বিকারক স্থানান্তরের কাজে বিভিন্ন আকারের বিকারক ড্রপার ব্যবহার করা হয়।

Content added By
Promotion