CFC ব্যবহার ও ওজোনস্তর ক্ষয়

একাদশ- দ্বাদশ শ্রেণি - রসায়ন - রসায়ন - দ্বিতীয় পত্র | | NCTB BOOK
3

CFC কিভাবে ওজন স্তর ধ্বংস করে?

আমরা জানি ওজন স্ট্রাটোস্ফিয়ারে অবস্থান করে। CFC অনু যখন এই স্ট্রাটোস্ফিয়ারে পৌছায় তখন UV রশ্মি দ্বারা ভেঙ্গে ক্লোরিন ফ্রি-র‌্যাডিকেল গঠন করে। উক্ত ফ্রি-র‌্যাডিকেল খুবই সক্রিয় হওয়ায় এজনের সাথে বিক্রিয়া করে ওজন স্তরকে ক্ষয় করে।

নিম্নে বিক্রিয়া দেখানো হল-

CFCl3(→┴UV ) CFCl2.+ Cl.

Cl.+O3=ClO.+O2

O2(→┴UV )2O.

ClO.+ O.= Cl. + O2

ClO.+ O3= ClO2. + O2

 


 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

এসিড বৃষ্টি ঘটায়
রক্তে অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে
বায়ু দূষণ করে
ওজন স্তর ধ্বংষ করে
Promotion