আইনের বৈশিষ্ট্য

নবম-দশম শ্রেণি (দাখিল) - পৌরনীতি ও নাগরিকতা - আইন, স্বাধীনতা ও স্বাম্য | NCTB BOOK

আইনের কতগুলো মৌলিক বৈশিষ্ট্য লক্ষ করা যায় । নিচে তা আলোচনা করা হলো ।
১. বিধিবদ্ধ নিয়মাবলি : আইন কতগুলো প্রথা, রীতি-নীতি এবং নিয়মকানুনের সমষ্টি ।
২. বাহ্যিক আচরণের সাথে যুক্ত : আইন মানুষের বাহ্যিক আচরণ ও কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে । যেমন- আইনবিরোধী কোনো কাজের জন্য শাস্তি পেতে হয় । শাস্তির ভয়ে মানুষ অপরাধ থেকে বিরত থাকে ।

৩. রাষ্ট্রীয় অনুমোদন ও স্বীকৃতি: সমাজের যেসব নিয়ম রাষ্ট্র অনুমোদন করে সেগুলো আইনে পরিণত হয় । অন্য কথায়, আইনের পিছনে রাষ্ট্রীয় কর্তৃত্ব থাকে। রাষ্ট্রীয় অনুমোদন ও স্বীকৃতি ব্যতিরেকে কোনো বিধিবিধান আইনে পরিণত হয় না ।

৪. ব্যক্তিস্বাধীনতার রক্ষক : আইন ব্যক্তিস্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে । এজন্য আইনকে ব্যক্তিস্বাধীনতার ভিত্তি বলা হয় ।

৫. সর্বজনীন : আইন সর্বজনীন। সমাজের সকল ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, নারী-পুরুষ, ধনী, দরিদ্র সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য ।

৬. সুস্পষ্ট: আইন অবশ্যই সুস্পষ্ট হবে। অন্যথায় নিরাপরাধী ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারে ।

৭. পরিবর্তনশীল: আইনকে দেশ, কাল ও সময় ভেদে পরিবর্তনশীল হতে হবে।

আরও দেখুন...

Promotion