Conditional Sentences

English - English Grammar & Composition - Conditional Sentences

Conditional Sentence

প্রধানত If যুক্ত বাক্যকে Conditional Sentence বলা হয়। প্রায় প্রতিটি পরীক্ষায় Conditional Sentence-এর উপস্থিতি লক্ষ্য করার মতো। এটি সাধারণত দুটি অংশে বিভক্ত থাকে : ১. If বাক্যাংশকে বলা হয় If Clause, যাতে একটি শর্ত দেয়া থাকে, ২. Main Clause যাতে উক্ত শর্তের ফলাফল দেয়া থাকায় একে Result Clause ও বলা হয়। 

Kinds of Conditionals : অধিকাংশ বইপত্রে তিন ধরনের Conditionals-এর কথা বলা হলেও এরা মূলত ৪ প্রকার।

A. Zero conditional

2. First conditional

3. Second conditional

4. Third conditional

Content added By

Structure of 1st Conditional

> If + Present + Future

> সাধারণভাবে If Clause-টিতে Present Indefinite হলে Result Clause-এ Future Indefinite হয় এবং এটা অনিশ্চিত ভবিষ্যতের অর্থ প্রদান করে। অর্থাৎ ভবিষ্যতে কাজটি হতেও পারে নাও হতে পারে।

If he wants to play the violin, I shall play the piano for him.

Content added By

Structure of 2nd Conditional:

If+Past+ Would/Could/Might + V-এর Present form

অর্থাৎ If clause-এ যদি Past Tense হয়, তাহলে অপরাংশে সাধারণত would + verb-এর base form হয়, তবে could/might-ও হতে পারে। 2nd Conditional-এ if যুক্ত অংশে be verb থাকলে তা সবসময় were হবে। লক্ষণীয় যে, এখানে verb-টি Past Tense হলেও বাক্যটি ভবিষ্যৎ সম্ভাবনা বা বর্তমানে অসম্ভাবনার অর্থ প্রকাশ করে থাকে।

If we had a boat, we would cross the river.

If I were you, I would handle the situation more carefully.

Content added By

Structure of 3rd Conditional:

>If+ past perfect + would have/could have/might have+vpp 

অর্থাৎ If clause-এ যদি Past Perfect হয় তাহলে Result Clause-এ অধিকাংশ ক্ষেত্রে would have + vpp বসে। এই শর্তটি পূরণ হওয়া অসম্ভব। কারণ অর্থটি হবে এরূপ : যদি আমি জানতাম তাহলে আসতাম; যেহেতু জানিনি, তাই আসিও নি।

If I had known you were coming,I would have gone to the station.

> 3rd conditional-এর If কে বাদ দেয়া যায়; তবে শর্ত হলো তখন Past perfect-এর had টিকে subject-এর আগে বসাতে হবে। সেক্ষেত্রে Structure-টি হবে নিম্নরূপ :

Had + sub + vpp + sub + would have/could have/might have + vpp 

Had I known in advance, I would have taken enough money.

Content added By

Structure of Zero Conditional

 If + present simple + present simple-এ গঠনটি সাধারণত চিরন্তন সত্য (Universal Truth), বৈজ্ঞানিক সত্য (Scientific Truth) এবং অভ্যাসগত সত্য অর্থ প্রকাশের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং নিশ্চয়তামূলক অর্থ প্রকাশ করে ।

Water boils if  you heat it to 100 degree Centigrade.

Hints: যদিও এই উদাহরণটি conjunction এর সাথে সংশ্লিষ্ট, তবুও এখানে লক্ষণীয় যে If Clause এবং Result Clause উভয়টিতে Present simple tense ব্যবহৃত হয়েছে যা দ্বারা একটি বৈজ্ঞানিক সত্য প্রকাশ পেয়েছে। তেমনিভাবে If I drink coffee, i get a headache' বাক্যটিতে অভ্যাসগত সত্য প্রকাশ পেয়েছে। উল্লেখ্য, Zero Conditional-এর Result Clause এ Future Indefinite এ ব্যবহার করা যায়। 

যেমন-- If a ruby is heated, it will temporarily lose its colour.

Content added || updated By
Promotion