প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে?

Created: 2 years ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

ইউরোপে ২৮ জুলাই, ১৯১৪ থেকে ১১ নভেম্বর, ১৯১৮ পর্যন্ত সংঘটিত হওয়া ভয়াবহ যুদ্ধটি 'মহাযুদ্ধ বা Great Har' নামে পরিচিত। এটি মূলত Great Economic Powers এর মধ্যে ক্ষমতার মনের প্রতিফলন ছিল Great War'। শেষ হয় ১১ নভেম্বর ১৯১৮ সালে জার্মানির আত্মসমর্পণের মাধ্যমে।

প্রথম বিশ্বযুদ্ধের পক্ষসমূহ

অক্ষশক্তি

জার্মানি

অস্ট্রিয়া

হাঙ্গেরি

উসমানীয় সাম্রাজ্য 

বুলগেরিয়া

*

মিত্রশক্তি

যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্র

ফ্রান্স

রাশিয়া

ইতালি

জাপান

 

জেনে নিই 

  • প্রথম বিশ্বযুদ্ধ The Great War নামে পরিচিত 
  • প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়- ২৮ জুলাই, ১৯১৪ সালে।
  •  প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কারণ ছিল জার্মানীদের উগ্রজাতীয়তাবাদ নীতি।
  •  প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন (২৮তম)।
  • উড্রো উইলসনের ১৪ দফা ঘোষণার মধ্যে দিয়ে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত হয় ।
  •  প্রথম বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তির প্রধান ছিল- জেনারেল ফচ ।
  • প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার যুদ্ধ জাহাজ 'লুসিতানিয়া' ডুবিয়ে দেয়- জার্মানি। 
  •  যুক্তরাষ্ট্র- জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে- ১৯১৭ সালের ৬ এপ্রিল ।
  • প্রথম বিশ্বযুদ্ধে- অক্ষশক্তি পরাজয় বরণ করে।
  • প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর ছিলেন- অটোভন বিসমার্ক।
  • প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পন করে- ১১ নভেম্বর ১৯১৮ সালে।
  •  প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় ১১ নভেম্বর ১৯১৮ সালে
  • প্রথম বিশ্বযুদ্ধ বিরতির চুক্তির নাম প্যারিস শান্তি চুক্তি ১৯১৮ সাল। 
  • প্রথম বিশ্বযুদ্ধ বিরতি চুক্তি হয় জার্মানি ও মিত্রপক্ষের মধ্যে প্যারিস চুক্তির ম্যাধ্যমে।
  •  ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় ২৮ জুন ১৯১৯ সালে।
  •  লীগ অব নেশন ১৯৪৬ সালে আনুষ্ঠানিক ভাবে বিলুপ্ত হয়।
Content added/updated by
Promotion