আনুভূমিক এর সাথে 30° কোণের নত একটি মসৃণ তলের উপর 50 গ্রাম ভরের একটি বস্তু রাখা হলো । একটি রশির প্রান্তে বস্তুটিকে সংযুক্ত করার পর অপর প্রান্তে 38 গ্রাম ভরের একটি বস্তুকে সংযুক্ত করে তলের সর্বোচ্চ প্রান্তে রক্ষিত হালকা মসৃণ কপিকল এর ওপর দিয়ে খাঁড়াভাবে নিচের দিকে ঝুলিয়ে দেওয়া হলো রশি টান কত ?