গ্রিন গ্রিস কোন ধরনের সংগঠন?

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

ইউরোপের প্রথম উন্নত সভ্যতা গড়ে উঠেছিল এই গ্রিসে। বর্তমান আধুনিক ইউরোপকে এর ফসল বললে অত্যুক্তি হবে না। রোম গ্রীস দখল করে- খ্রিস্টপূর্ব ১৪৬ অব্দে। Minoan, Ges Mycenaean সভ্যতার উত্থানের ফলে স্বতন্ত্র সরকার ও সমাজ কাঠামো বিশিষ্ট রাজ্যের সৃষ্টি হয়। এই রাজ্যগুলো স্পার্টা এবং এথেন্সের অধীনে একত্রিত হয়ে পার্সিয়ানদের অগ্রযাত্রাকে প্রতিহত করেছিল। এথেন্সে গ্রিসের প্রথম গণতান্ত্রিক সমৃদ্ধ। সভ্যতা প্রতিষ্ঠিত হয়। গ্রিস ১৪৬০ সালে তুরস্কের অধীনস্থ ছিল। ১৮২৯ খ্রিস্টাব্দে গ্রিস স্বাধীনতা লাভ করে।

  • রাষ্ট্রীয় নামঃ republic of Greece
  • রাজধানীঃ এথেন্স
  • ভাষাঃ গ্রিক
  • মুদ্রাঃ ইউরো

জেনে নিই

  • গ্রিসের পূর্ব নাম- হেলাস। গণতন্ত্রের সূতিকাগার বলা হয়- গ্রিসকে।
  • প্রাচীন গ্রিক এথেন্স ও স্পার্টা নামক দুটি নগর রাষ্ট্র ছিল।
  • এথেন্স ছিলো- গণতান্ত্রিক ও শিক্ষিত নগর। স্পার্টা ছিলো- সমরবিদ্যায় পারদর্শী নগর।
  • গ্রিক ও গ্রিস শব্দ দুটি যথাক্রমে জাতি ও দেশ। গ্রিসের জাতীয় প্রতীক জলপাই গাছের ডাল।
  • দর্শন চর্চা সর্বপ্রথম শুরু হয়- প্রাচীন গ্রিসে। সম্প্রতি বেইল আউট প্রশ্নে গণভোট হয়- গ্রিসে ।
  • গ্রিসের উচ্চতম পর্বতের নাম- মাউন্ট অলিম্পাস ।
  • গ্রীসের প্রাচীন উল্লেখযোগ্য দার্শনিক ছিলেন- সক্রেটিস, প্লেটো এবং এরিস্টটল।
  • জ্ঞান চর্চা করতে গিয়ে 'ফিল্মফি' শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন -প্লেটো
  • বাংলাদেশে একমাত্র গ্রীক সমাধি রয়েছে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে।
  • গণতন্ত্রের সূতিকাগার/আতুরঘর বলা হয়- গ্রিসকে পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন- গ্রিকরা।
  • জলপাই গাছের দেশ বলা হয়- গ্রীসকে। অলিম্পিকের দেশ হিসেবে খ্যাত- গ্রীস।
  • পেলোপোনেশিয় যুদ্ধ সংঘটিত হয়- গ্রীসে। হোমার ছিলেন- গ্রীসের একজন অন্ধ মহাকবি ।
Content added By
Promotion